পাতা:দশকুমার.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপহারবর্ঘ্য চরিত। ©© “যদি তুমি আমার সহিত রাগমঞ্জরীর বিবাহ দাও, তাহা হইলে আমি ধনমিত্রের অস্ত্ররত্ন চুরি করিয়া তোমাকে দিব . কামনঃরী ভস্ত্রালাভ লোভে আমার প্রার্থনায় সম্মত হইল। আমি রাত্রিযোগে অতিগোপনে বন্ধুর বাট হইতে সেই ভস্ত্রাট আনিয়া তাহাকে দিলাম। দিয়া, রাগমঞ্জুরীকে বিবাহ করিলান। এইরূপে যে রাত্রে ভস্ত্রারভু চুরি হইল সেই দিন দিবভাগে, বন্ধু বিমৰ্দ্দককে যেরূপ শিখাইয়া দিয়াছিলাম তদনুসারে তিনি আসিয়া, কৃত্রিম কোপ প্রদর্শন পুৰ্ব্বক সৰ্ব্বসমক্ষে ধনমিত্রকে কতগুলা তিরস্কার করেন । তাহাতে ধনমিত্র বলেন ভদ্র ! কেন তুনি অকারণে আমাকে অপমান করিতেছ, আমি তোমার বিন্দুমাত্রও অপকার করি নাই। এই কথায় বিমৰ্দ্দক পুনৰ্ব্বার ভঁহাকে তিরস্কার করিয়া কহিলেন “ কি ! তুমি অপকার কর নাই। আমার প্রভূ অর্থপতি অর্থ দিয়া যে নারী ক্রয় করিয়াছেন, তুমি তাহার পিতা মাতাকে ধন সম্পত্তির লেভ দেখাইয়া তাহীকে গ্রহণ করিবার মানস করিয়াছ, আর বলিতেছ কোন অপকার কর নাই। তুমি কি জানন, যে, বিমদক অর্থপতি বণিকের প্রাণতুল্য প্রিয়পাত্র। আমি প্রভুর নিমিত্ত প্রাণ পর্যন্ত পরিত্যাগ করতে প্রস্তুত আছি । তুমি কিসের এত অহঙ্কার কর. যে এক ভস্ত্রারত্নের অহস্কার, আমি এক রাত্ৰেই সে অহঙ্কার চূর্ণ করিতে পারি , । প্রতিবাসী ভদ্র লোকের বিমদকের এইরূপ সাহস বাক্যে রুষ্ট হইয়। তাহাকে ভৎসনা করিয়া বিদায় করিয়া দেন । পরদিন প্রাতঃকালে ধনমিত্র রাজ সমীপে উপস্থিত হইয়। কৃত্রিম কাতরতা প্রদর্শন করিয়া নিবেদন করিলেন মহারাজ ! আমি পুৰ্ব্বে যে ভস্ত্রীরত্নের বিষয় আপনকার গোচর করিয় ছিলাম, গতরাত্রে আমার সেই ভস্ত্ররত্নটা চুরি গিয়াছে । কল্য দিবভাগে অর্থপতি বণিকের থ্রিয়পত্র বিমদক আমাকে অকারণ কতগুলা কটু বাকা কহিয়া ভস্ত্রী হরণের ভয় প্রদর্শন করে। তাহার উপরেই অমর সন্দেহ জন্মিয়ছে। এক্ষণে অপেনকর আজ্ঞাই প্রমণ 1 রাজা, অর্থপতিকে নির্জ-ন ডক ইয়া জিজ্ঞ:সিলেন ভদ্র !