পাতা:দশকুমার.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপহারবন্ধু চরিত | \)v5 যথার্থ বোধ হইতেছে। নতুবা এই পৃথিবীতে কত শত রূপবান রাজপুত্ৰ আছেন, তাহাদিগকে অবহেলন করিয়া রাজকন্য তোমার প্রতিই এত অস্থরক্ত হইলেন কেন। এক্ষণে যাহাতে তোমার সহিত তাহার মিলন হয়, তাহার কোন সদুপায় করা কৰ্ত্তব্য । তোমাদের মিলন হইলে, রাজা জানিতে পারিয়া যদি কুপিতও হন তথাপি, তোমার বিরহে কন্যার প্রাণ বিয়োগ আশঙ্কা করিয়া, কদাপি তোমার প্রাণদণ্ড করবেন না, প্রত্যুত তোমার হস্তেই সমস্ত সীমাজ্যের ভার সমর্পণ করিবেন । তোমার, কুমারীপুরে প্রবেশ করিবার, আমি এক পরামর্শ বলি। এই কারাগারের পশ্চাৎ ভাগেই কুমারীপুরের উপবন । কোন নিপুণ ব্যক্তি দ্বারা কারাগুহ হইতে উপবন পয্যন্ত সন্ধি খনন করাও । ঐ সন্ধি পথ দ্বারা তুমি তথায় উপস্থিত হইতে পারিলে, আর কোন উদ্বেগের বিষয় নাই। রাজকন্যার পরিচারিকাগণ সকলেই তাহার অনুরক্ত, তাহারা কদাপি এই গোপন ব্যাপার প্রকাশ করিবেক না। আমার নিকট এই কথা শুনিয়া কান্তক বলিল সাধু ভদ্রে ! সাধু, তুমি ভাল পরামর্শ বলিয়াছ। এই কারাগারে এক জন তস্কর অাছে, সে সগরসন্তান দিগের ন্যায় খনন কৰ্ম্মে নিপুণ, যদি তাহাকে বশ করিতে পারাযায়, তাহ হইলে এ কৰ্ম্ম সম্পন্ন হইতে পারে । আমি জিজ্ঞাসিলাম কে সে তস্কর, কেনই তাহাকে বশ করিতে পারা যাইবেক না । কান্তক বলিল যে ব্যক্তি ধনমিত্রের ভস্ত্ররত্ন চুরি করিয়াছে এই বলিয়া তোমাকেই নিদেশ করিল । আমি বলিলাম এ ত সহজ উপায়, তাহাকে কারা মোচনের লোভ দেখাইয়া,সন্ধি খনন করিয়া লও। সন্ধি খনন হইলে, পুনৰ্ব্বর তাহাকে বন্ধন করিয়া, তুমি রাজার নিকট গিয়া নিবেদন কর মহারাজ ! সেই তস্কর কোন ক্রমে ভস্ত্রীরত্ন প্রত্যপণ করিল না। রাজা এই কথা শুনিয়া তাহার প্রাণ দণ্ড করিবেন । তাহ হইলে, এই ব্যাপার আর প্রচার হইবার সম্ভাবনা থাকিবে না । কান্তক হৃষ্ট চিত্তে এই পরামর্শ স্থির করিয়াছে । এক্ষণে তোমর প্রলে:ভনের নিমিস্ত আমাকেই প্রেরণ করিয়ছে।