পাতা:দশকুমার.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপহারবর্মী চরিত । 》 ব্যাহারে প্রভু সমীপে উপস্থিত হইলাম। এবং তাহার সন্তানদ্বয়ের অপহরণ বৃত্তান্ত আহুপুৰ্ব্বিক কহিলাম। তাহাতে র্তাহার শৈাকানল দ্বিগুণ প্রজ্বলিত হইয়া উঠিল। ভূত্যের তীহাকে নানাবিধ আশ্বাস বাক্যে সাস্তৃনা করিয়া, তাহার ভাগিনেয়ের আtলয়ে উপস্থিত করিল । কিয়ংকাল পরে তাহার শোকাবেগের অনেক শান্তি হইল। তখন তিনি স্বদেশে যাত্রা করিয়া রােজ্যাপহারী বিকটবৰ্ম্মার সহিত ঘোরতর সংগ্রাম আরম্ভ করিলেন ।কিন্তু ভাগ্যদোষে সমরে পরাজিত হইলেন । এক্ষণে বিকটবৰ্ম্ম তাঁহাকে কারারুদ্ধ করিয়া রখিয়াছে, দেবীও সেই সঙ্গে কারাবাস করি cउ८छ्न ! বৎস! আমার বড় দুর্ভাগ্য । প্রভুর এত দুরবস্থা দর্শন কল্পিলাম, আপনিও এত কষ্ট পাইলাম, তথাপি মরণ হইল না । এই বুদ্ধ বয়সে কি করি, সন্ন্যাস ধৰ্ম্ম অবলম্বন করিয়৷ এইঅtশ্রমে রহিয়ছি। আমার কন্যা অনন্যগতিক,কি করিবেক, উদরামের জন্য বিকটবৰ্ম্মার মহিষী কল্পসুন্দরীর অপ্রিয় লইয়াছে। বৎস! সেই দুটা রাজনন্দন যদি থাকিতেন, এত দিনে, তোমার মত হইতেন, তাহা হইলে মহারাজের এ দুরবস্থা ঘটিত না । আমাকেও এত ক্লেশ ভোগ করিতে হইত না । এই বলিয়া তপসী সাতিশয় শোকে রোদন করিতে লাগিলেন । আমি তাপসীর মুখে পিত। মতাঁর এই রূপ দুরবস্থার কথ। শুনিয়া অত্যন্ত দুঃখিত হইলাম, তপসীকে বলিলাম মত রোদন করিওন, আর চিন্তা নাই। তুমি, যে পুত্রের নিমিত্ত রোদন করিতেছ, আমিই সেই । পিতা মাতাকে আর অধিক দিন ক্লেশ সহ করিতে হইবেন, দুরাত্মা বিকটবৰ্ম্মার যlহাতে নিপাত হয়, শীঘ্রই তাহর উপায় করিতেছি । অত্রত্য কোন ব্যক্তিই আমাকে মিথিলার জের পুত্ৰ বলিয়া অবগত নহে । এমন কি, পিতা মতাও আমাকে পুত্ৰ বলিয়া জানেন না। দুরাচার বিকটবৰ্ম্মার সংহারের উপায় সহজেই হইয়া উঠিবেক । বৃদ্ধ আমার পরিচয় পাইয়। একবারে আনন্দসাগরে মগ্ন হই