পাতা:দশকুমার.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশ কুমার পূৰ্ব্বপীঠিকা। প্রথম উচ্ছস । * . . মগধ দেশে পুষ্পপুরী নামে এক মহানগরী ছিল । তথায় রাজহংস নামে এক চন্দ্রবংশীয় রাজা ছিলেন । তাহার মহিষীর নাম বসুমতী । রাজা রাজহংসের শিতবৰ্ম্ম ধৰ্ম্মপাল ও পদ্মোস্তব নামে তিন প্রাচীন পৈতৃক মন্ত্রী ছিলেন । শিতবৰ্ম্মার সুমতি ও সত্যবৰ্ম্ম নামে দুই সন্তান। ধৰ্ম্মপালের সুমিত্ৰ সুমন্ত্র ও কামপাল নামে তিন সন্তান । পদ্মোম্ভবের সুশ্ৰুত ও রত্নোম্ভব নামে দুই সন্তান । সত্যবৰ্ম্ম সংসার অসার ভাবিয়া তীর্থযাত্রাভিলাষে দেশীস্তর প্রস্তান করেন । কামপাল অতিশয় ইন্দ্রিয়পরায়ণ, তিনি পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতাদিগের অবাধ হইয়া নানা দেশ ভ্রমণে নির্গত হন । রত্নোদ্ভব বাণিজrার্থ সমুদ্র পথে যাত্রা করেন । সুমতি সুমিত্র সুমন্ত্র ও সুশ্রুত এই চারি জন, রাজ রাজহংসের মন্ত্রিত্ব পদে প্রতিষ্ঠিত ছিলেন । একদা মগধরাজ, মালব দেশের ভূপতি মানসারের অহঙ্কার চূৰ্ণ করিবার জন্য সসৈন্যে যুদ্ধযাত্রা করিলেন, এবং ঘোরতর সংগ্রামে তাহাকে পরাস্ত করিয়া, পুনৰ্ব্বার অনুগ্রহ প্রকাশ পূৰ্ব্বক তাহাকে আপন পদেই প্রতিষ্ঠিত রাখিলেন । অনন্তর স্বদেশে আসিয়া প্রজা পালন করিতে লাগিলেন । রাজশর অধিক বয়ঃক্রম হইল, কিন্তু সন্তান হইল না, তাহাতে তিনি নিতান্ত দুঃখিত হইয়া, সন্তান কামনায়, ভূতভাবন ভগবান নারায়ণদেবের আরাধনায় মনোনিবেশ করিলেন । কিছুকাল বিলম্বে তাহার মহিষী বসুমতী