পাতা:দশকুমার.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

위 8 দশকুমার যাহাহউক, যিনি এই চমৎকার ছবি লিখিয়াছেন, তিনিই বা কেমন গুণবান। তখন আমি ঈষৎ হাস্য করিয়া বলিলাম দেবি ! যথার্থ অমৃভব করিয়াছ, ভগবান কামদেবও এমন রূপবান কিনা সন্দেহ। কিন্তু পৃথিবী অতি বিস্তীর্ণ, দৈবাৎ কোন স্থানে এরূপ রূপবান পুরুষ থাকিতেও পারেন । যদি থাকেন, তাহ হইলে তুমি র্তাহীকে কি কর ? সে বলিল মত ; কি বলিল, আমি তাহকে মন প্রাণ সমুদায় সমর্পণ করিয়া চিরকাল চরণ সেবা করি। যদি বাস্তবিক এরূপ পুরুষ-রত্ন থাকেন, তাহা হইলে, তুমি আমার প্রতি এই অনুগ্রহ কর, তাহাকে আনিয়া একবার আমাকে দেখাও, দেখিয়া নয়নদ্বয় চরিতীৰ্থ করি। তখন আমি বলিলাম দেবি ! এক রাজকুমার সম্প্রতি এই নগরে অগসিয়াছেন । বসন্তোৎসবের দিন যদৃচ্ছাক্রমে ভ্রমণ করিতে ছিলেন, তৎকালে তুমিও সখীগণের সহিত উপবনে বিহার করিতেছিলে, তিনি তোমাকে দেখিতে পাইয়াছেন । তোমাকে দেখিয়াই নিতান্ত অধীর হইয়া আমার আশ্রমে আসিয়াছেন। আমি তাহার অলৌকিক রূপ লাবণ্য দর্শনে তাহীকে তোমারি যোগ্য পাত্র বিবেচনা করিয়া যত্ন পুৰ্ব্বক রাখিয়াছি । সম্পতি তিনি আপন প্রতিকৃতি আপনিই প্রস্তুত করিয়া তোমাকে দেখাইবার নিমিত্ত পঠাইয়াছেন। এক্ষণে তোমার অতুমতি হইলে তাহাকে তোমার নিকট অনিয়া দি। বৎস ? অামার এই কথা শুনিয়া কল্পসুন্দরী ক্ষণকাল চিন্তা করিয়া বলিল মাত ! এখন আর তোমার নিকট কিছুই গোপন করা উচিত নহে । বলি শুন । মিথিলারাজ প্রহারবার্মার সহিত আমার পিতার সাতিশয় সম্প্রীতি ছিল । আমার মাত মানবতী প্রিয়স্বদ। দেবীর প্রিয়বয়স্য ছিলেন । একদিন প্রিয়ম্বদা দেবী কথায় কথায় আমার মাতাকে বলিলেন “ প্রিয়সখি! যদি তোমার পুত্ৰ হয় আমার কন্যা হয়, কিম্বা আমার পুত্র হয় তোমার কন্যা হয়, আমরা তাহদের পরস্পর বিবাহ দিব, তাহা হইলে আমাদের প্রণয় চিরকাল বন্ধমুল হইয়া থাকিবেক, । প্রিয়ম্বদ। দেবী এইরূপ অভিলাষ করিয়াছিলেন, কিন্তু তাহীর সন্তান না থাকাতে সে মন