পাতা:দশকুমার.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপহারৰশ্ন চরিত। ዓዊ তাবৎ দিক আচ্ছন্ন হইল। আমি দৃঢ়রূপে কটিবন্ধন করিয়া খড়গহস্তে বহির্গত হইলাম। পূর্বেই পুষ্করিক, ধাত্রীর গৃহদ্বারে যে ৰেণুষষ্টি রাখিয়া গিয়াছিল, তাহ লইয়া, ধাত্রীর উপদিষ্ট পথে বিকটবৰ্ম্মার অন্তঃপুরের দিকে চলিলাম। রাজবাটীর চতুদিকে বারিপুরিত পরিখা বেষ্টিত ছিল । আমি সেই পরিখার ধারে উপস্থিত হইলাম এবং সেই বংশযষ্ট, সেতুর আকারে পতিত করিয়া তদ্বারা পার হইলাম। পরিখা পার হইয়া উচ্চ প্রাচীরে বেণুষষ্টি সংলগ্ন করিয়া প্রাচীরোপরি অারোহণ করিলাম। এবং তৎসংযুক্ত ছাতের উপর দিয়া সুরম্য সোপান পথে অন্তঃপুরের উপবনভূমে অবরোহণ করিলাম। অবতীর্ণ হইয়াই প্রথমতঃ বকুলবীর্থী অতিক্রম করিয়া উত্তরাভিমূখে যাইতেছি, চক্রবাক মিথুনের বিচ্ছেদ খেদ ধ্বনি শুনিতে পাইলাম। অনতিদূরেই একটী মনোহর ঝিল দেখিতে পাইলাম। তাহার তীরবর্তী রমণীয় পথে কতক দুর গমন করিলাম । - অনন্তর অতিনিভূত প্রদেশে এক বিশাল মাধবীলতামণ্ডপ দৃষ্টিগোচর হইল । তন্মধ্যে একটা অপুৰ্ব্ব আলোক জ্বলিতে ছিল। আমি ঐ মণ্ডপে প্রবেশ করিয়া সেই প্রদেশের আশ্চর্য শোভা সন্দর্শনে চমৎকৃত হইলাম। দেখিলাম তাহার একpপার্শ্বে নানাবিধ সুরভি কুসুমে সুসজ্জিত অভিনব অশোক-পল্লবে রচিত এক গর্ভগৃহ রহিয়াছে। তন্মধ্যে বিস্তীর্ণ কুসুমশয্যা, হস্তিদন্তময় তালবৃন্ত, সুরভি বারি পূরিত ভৃঙ্গারক, ও নানাপ্রকার উপভোগসামগ্ৰী সমস্ত বিন্যস্ত আছে । আমি তথায় বসিয়া বিশ্রাম করিতে লাগিলাম। ক্ষণ বিলম্বেই সুমধুর কামিনী-পদসঞ্চার ধ্বনি শুনিতে পাইলাম। পদশব্দ শ্রবণে কল্পসুন্দরীর আগমন অমৃমান করিয়া তৎক্ষণাৎ গর্ভগৃহ হইতে বহির্গত হইলাম। এবং বৃক্ষের অন্তরালে লুকায়িত হইয় দেখিতে লাগিলাম। অবিলম্বেই সেই মদন-কাতরা ভুবনমোহিনী শনৈঃশনৈঃ আসিয়া উপস্থিত হইলেন । তথায় আগমণকে দেখিতে না পাইয়া সাতিশয় ব্যথিত-হৃদয় হইয়া বলিলেন “ হায় ! প্রতারিত হইলাম, কোথায় সেই প্রাণনাথ?