পাতা:দশকুমার.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓv দশকুমার ভগবন কামদেব ! আমি তোমার নিকট কি এত অপরাধ করিয়াছি যে, তুমি আমাকে এরূপ দগ্ধ করিতেছ। তখন আমি তাহার সম্মুখবর্তী হইয়া বলিলাম সুন্দরি ! তুমি কামদেবের নিকট নানা রূপে অপরাধিনী হইয়াছ, নিজ সৌন্দৰ্যগুণে র্ত হার প্রিয়তমা রতিকে নিৰ্জ্জিত ও লজ্জিত করিয়াছ, জলতা দ্বারা তাহার ধতুকের শোভা হরণ করিয়াছ, কটাক্ষপণতে তাহার বtণবর্ষণ নিষ্ফল করিয়tছ । অতএব তিনি তোমার প্রতি কুপিত হইয়া যে ক্লেশ প্রদান করিতেছেন, নিতান্ত অন্যায় নহে । কিন্তু আমি তাহার নিকট কোন অপরাধ করি নাই, আমাকে যে ক্লেশ দিতেছেন ইহা অনুচিত বলিতে হইবেক । তাহার নিরন্তর শর প্রহারে আমার প্রাণ কণ্ঠগত হইয়াছে, এক্ষণে তুমি কিঞ্চিৎ কৃপাদৃষ্টি করিয়া জীবন রক্ষা কর । এই বলিয়া আমি সেই বিলাসিনীর করগ্রহণ করিলাম। কল্পসুন্দরী হঠাৎ আমাকে নয়নগোচর করিয়া লজ্জা হর্ষ সন্থ ম সহকারে অনিৰ্ব্বচনীয় ভাবান্তর প্রাপ্ত হইলেন । আমি বিনয়-মধুর বচনে তাহার লজ্জা বিমোচন করিয়া, সেই নিশীথ সময়ে, সেই নির্জন লতাভবনে, সেই কুসুম শয়নে অসীম সুখ সম্ভোগে যামিনী যাপন করিলাম । নিশাবসান সময়ে আমি প্রণয়িনীর নিকট বিদায় প্রার্থন করিলাম। তিনি বলিলেন প্রিয়তম ! তুমি কি রূপে এরূপ নিষ্ঠ র কথা কহিলে, তুমি গমন করিলে আমি প্রাণ ধারণ করিতে পারিব না । যদি একান্তই যাও, অামাকেও লইয়া চল । আমি বলিলাম প্রিয়তমে ! যদি নিতান্তই আমার প্রতি তোমার অহরাগ হইয়া থাকে, আমি যে পরামর্শ বলি নিঃসংশয় চিত্তে তাহার অনুষ্ঠান কর, তাহা হইলে অভীষ্ট সিদ্ধি হইতে পারিবে । আমার এই চিত্ৰপট বিকটবৰ্ম্মাকে দেখাইয়া বল “ স্বামিন্‌ ! আমার পিতার দেশ হইতে এক মহাপ্রভাব তপসী অগসিয়াছেন। তিনি নানা দেশ পৰ্যটন করিয়া যোগসিদ্ধি, মন্ত্রসিদ্ধি ও তপঃসিদ্ধি করিয়াছেন । অামাকে এই চিত্র দেখাইয়। বলিলেন বৎসে ! আমি একটা আশ্চর্য মন্ত্র জানি, তাহার প্রভাবে অতি কুরূপ ব্যক্তি ও এই