পাতা:দশকুমার.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপহারবার্ম চরিত। V-> পর অামি আর কখন তোমা ভিন্ন কাহণকে মনেও করিব না, এক্ষণে প্রকৃত কর্যে ত্বর কর ।

  • আমি কল্পসুন্দরীর মুখে এই সমাচার শুনিয়া, তাহাকে সেই কুঞ্জমধ্যে গোপনে রাখিয়া অগ্নিকুণ্ডের নিকট উপস্থিত হইলাম । আসনে বসিয়া ঘণ্টা ধ্বনি করিতে লাগিলাম। সেই ঘণ্টা যমদুতীর ন্যায় বিকটবৰ্ম্মণকে তাহান করিল। তখন আমি অগুরু চন্দনাদির অণহতি প্রদান করিতে লাগিলাম। বিকটবৰ্ম্মণও কালপ্রেরিতের ন্যায় আসিয়া উপস্থিত হইল। উপস্থিত হইয়া অামাকে দেখিয়া ভাবিল, রাঙ্গীই মন্ত্রবলে এইরূপ রূপান্তর প্রাপ্ত হইয়াথাকিবেন । তথাপি, কিঞ্চিৎ সঙ্কুচিত হইয়া সশঙ্কচিত্তে আসনে উপবেশন করিল। আমি তাহাকে বলিলাম “ তুমি অগ্নি সাক্ষী করিয়া পুনৰ্ব্বার শপথ পূৰ্ব্বক বল, যদি এই আকার প্রাপ্ত হইয়া আমার সপত্নী গণের মনোরথ পরিপূরণে প্রবৃত্ত না হও, তবে আমি তোমার শরীরে এই আকার সংক্রামিত করি । বিকটবৰ্ম্ম অামার মুখে এই কথা শুনিয়া অামাকে রাজ্ঞীই নিশ্চয় করিল, এবং শপথ করিয়া বলিল “ আমি যাবজ্জীবন কেবল তোমারই আজ্ঞাতুবৰ্ত্তী হইয়া থাকিৰ , । তখন আমি কিঞ্চিৎ হাসিয়া বলিলাম অণর শপথে প্রয়োজন নাই। এক্ষণে, তোমার মনোগত যে কিছু নিগূঢ় কথা আছে, আমার নিকট তৎসমুদয় ব্যও করিয়া বল। বলিব| মাত্র তোমার আকার ধ্বংস হইবে ।

বিকটবৰ্ম্ম বলিল এক্ষণে আমার কেবল এই চরিটী গোপনীয় কথা আছে। প্রথম—তুমি জান, পিতৃব্য প্রহারবার্মাকে করাবসে রাখিয়াছি। সম্প্রতি মন্ত্রিগণের সহিত পরামর্শ করিয়া স্থির করিয়াছি, বিষাক্ষ দ্বারা তাহার প্রাণ সংহার করিয়া, নগরে প্রচার করিয়া দিব অজীর্ণ রোগে প্রহারবার্মার মৃত্যু হইয়াছে। দ্বিতীয়— কনিষ্ঠ ভ্রাতা বিশালবৰ্ম্মাকে পুণ্ডু রাজ্য লুঠ করিবার নিমিত্ত পাঠাইয়াদিব, ইচ্ছা করিয়াছি। তৃতীয়—খনতি নামক যবনরাজের নিকট যে বহুমুল্য হীরক আছে, যৎকিঞ্চিৎ মুলা দিয়া তাহ হস্তগত করিয়া লইব, মানস করিয়াছি । এবং এই কার্য সাধনের নিমিত্ত Y S.