পাতা:দশকুমার.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ দশকুমার পাঞ্চলিক ও পরিত্রাতকেনিযুক্ত করিয়াছি। চতুর্থ–প্ৰহারবর্মার অন্তরঙ্গ অনন্তসীরের শিরশেভূদন ও সৰ্ব্বস্ব হরণার্থ শতহলিকে আদেশ করিয়াছি । & আমি এইরূপে বিকটবৰ্ম্মার অন্তরের কথা লইয়া বলিলাম দুরাত্মন্‌ ! আজি তোমার আয়ুঃশেষ হইয়াছে, এক্ষণে আপন পাপ কৰ্ম্মের ফল ভোগ কর। এই বলিয়া খড়্গাঘাতে তাহাকে দ্বিখণ্ড করিয়া জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিলাম। সে তৎক্ষণাৎ ভস্মসাৎ হইয়াগেল। কল্পসুন্দরী এই কাণ্ড দেখিয়া ভয়ে কম্পমান-কলেবর ও বিচেতন প্রায় হইলেন । আমি তাহাকে সাত্মন বাকো আশ্বাস প্রদান করিয়া, করগ্রহণ পূৰ্ব্বক অন্তঃপুরে প্রবেশ করিলাম। র্ত হার অনুমতি ক্রমে অন্তঃপুর-চারিণী পরিচারিণী গণকে প্রচুর পারিতোষিক প্রদান করিলাম। তাহারা সকলে আমাকে দেখিয়া বিস্ময়াপন্ন হইল । অনন্তর আমি কল্পসুন্দরীর সহিত শয়নমন্দিরে গমন করিয়া মনের উল্লাসে যামিনী যাপন করিলাম । তাহারি নিকটে অমর্ত্য ও রাজপরিজন গণের রীতি চরিত্র প্রভৃতি সমৃদয় অবগত হইলাম । প্রভূযে গাত্ৰোথান করিয়া রাজবেশে রাজসভায় প্রবেশ করিলাম। অমাত্যগণকে সম্বোধন করিয়া বলিলাম, আমার শরীরের সহিত স্বভাবেরও পরিবর্ত হইয়াছে। অামি, বিযান্ন দ্বারা পিতৃব্য মহাশয়ের প্রাণ বধের যে সঙ্কল্প করিয়াছিলাম, এক্ষণে তাহ অকৰ্ত্তব্য বলিয়া বোধ হইতেছে। পিতৃদ্রোহের অপেক্ষা গুরুতর পাপ অণর নাই । অতএব তাঁহাকে করা মুক্ত করিয়া পূৰ্ব্ববৎ সমস্ত রাজ্যের অধীশ্বর করাই কৰ্ত্তব্য । বিশালবৰ্ম্মণকে আহান করিয়া বলিলাম ভ্রাতঃ ! পুণ্ড রাজ্যে এক্ষণে সাতিশয় দুর্ভিক্ষ উপস্থিত হইয়াছে। সে দেশ লুণ্ঠন করিলে তত্ৰতা লোকেরা আমাদিগের দেশে আসিয়া উপদ্রব করিবেক । অতএব আপাততঃ তথায় লুণ্ঠনার্থ গমন করা বিধেয় নহে। পাঞ্চলিক ও পরিত্রাতকে বলিলাম বহুমুল্যের বস্তু নিতান্ত অল্প মূল্যে ক্রয় করিলে প্রতারণা করা হয় । প্রতারণা কোন ক্রমেই বিধেয় নহে ।