পাতা:দশকুমার.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থপাল চরিত । bア● শ্চেদনের নিমিত্ত যেমন খড়গ উদ্যত করিবেক, অমনি আমি বলপুৰ্ব্বক সেই খড়গ লইয়া তাহদের সকলকেই সংহার করিয়া পলায়ন করিলাম । পাছে কেহ আমাকে চিনিতে পারে এই ভয়ে বনে বনে ভ্ৰমণ করিতে লাগিলাম। একদা এক পরম সুন্দরী কামিনী অশ্রুমুখী হইয়া পরিচারিণী সমভিব্যাহারে আমার সমক্ষে উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভক্তিভাবে আমীকে প্রণাম করিলেন । তাহর অলৌকিক রূপ দর্শনে দিব্যাঙ্গন বোধ হইতে লাগিল, আমি কৌতুহলক্রিান্ত হইয় তাহাকে জিজ্ঞাসা করিলাম সুন্দর ; তুমি কে, কোথা হইতে অসিলে, কিহেতুই বা আমাকে প্রণাম করিলে ; অনন্তর তিনি এক বটবৃক্ষের সুশীতল ছায়ায় আমার সহিত উপবিষ্ট হইয়া বচন মৃত বর্ষণ করিতে লাগিলেন । সৌম্য ! আমি যক্ষরাজ মাণিভদ্রের কন্যা, নাম তারাবলী । আমি একদা অগস্ত্যপত্নী লোপামূদ্রীকে বন্দনা করিয়া মলয় পৰ্ব্বত হইতে আসিতেছিলাম, বারাণসীর শ্বাশান প্রদেশে একটী শিশু রোদন করিতেছে, দেখিতে পাইলাম। দেখিয়াই তাহার প্রতি আমার পুত্ৰবৎ সুেহ সঞ্চর হইল। আমি সেই বালকট লইয়া আমার পিতার নিকট উপস্থিত করিল ম । তিনি সেই শিশুকে কুবেরের নিকট লইয়া গেলেন। অনন্তর কুবের আমাকে ডাকিয়া জিজ্ঞাসিলেন তারাবলি! এই বালকের প্রতি তোমার কিপ্রকার সুেহ হইতেছে ? আমি বলিলাম পুত্রের ন্যায় ইহার প্রতি আমার স্নেহ জন্মিতেছে। আনার এই উত্তর শ্রবণ করিয়া অলকেশ্বর এক অদ্ভূত উপখ্যান বলিলেন । তাহাতে আমি, তোমার অামার এবং কান্তিমতীর পূর্ব জন্মের বৃত্তান্ত জানিতে পারিলাম। পূৰ্ব্ব জন্মে, তোমার নাম শুদ্রক, আমার নাম আর্যাদাসী, এবং কান্তিমতীর নাম বিনয়বতী ছিল । ঐ জন্মে, তোমার ( শুদ্রকের ) ঔরসে, আমার (আৰ্য্যদাসীর ) গর্তে, সেই বালকট জন্মে। তৎকালে বিনয়বর্তী সাতিশয় স্নেহ সহকারে তাহাকে পুত্রের ন্যায় লালন পালন