পাতা:দশকুমার.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b* দশকুমার করেন। সেই সুেহ-পাশে বদ্ধ হইয়া এজন্মে বালকট কান্তিমতীর গর্ভে জন্মিয়াছে। তখন আমি বুঝিতে পারিলাম সেই নিমিত্তই ঐ বালকের প্রতি আমার পুত্ৰবৎ স্নেহ সঞ্চার হইয়াছে। অর্মন্তর অলকেশ্বর আদেশ করিলেন “ তারাবলি : এক্ষণে মগধ-রাজ বাজহংস দেবী বসুমতীর সহিত বিন্ধারণ্যে বাস করিতেছেন। তাহার পুত্র রাজবাহন সমস্ত পৃথিবীর অধীশ্বর হইবেন । তুমি এই বালকটা লইয়া রাজ্ঞী বসুমতীর হস্তে সমর্পণ করিয়া আইস । এই বালক রাজবাহনের সহচর হইয়া চিরসুখী হইবেক , । আমি কুবেরের আজ্ঞানুসারে দেবী বসুমতীর হস্তে ঐ বালক সমর্পণ করিয়াছি। এক্ষণে গুরুজনের অনুজ্ঞা লইয়| তোমার চরণ সেবা করিতে আসিয়াছি । পুর্ণভদ্র । আমি সেই পুৰ্ব্ব জন্মের সহধৰ্ম্মিণী তারাবলীকে অকস্মাৎ বনমধ্যে প্রাপ্ত হইয়া অপার আনন্দ সাগরে মগ্ন হইলাম। অনন্তর তিনি আমাকে এক অপুৰ্ব্ব অট্টালিকায় লইয়া গেলেন। তথায় তাহার সহিত কিছুদিন সুখে অবস্থিতি করিলাম। এক দিন বলিলাম প্রিয়ে ! কান্তিমতীর পিতা অণমাব প্রাণ বধের আদেশ করিয়াছিলেন, তাহার সমুচিত শাস্তি বিধানের বাসন হইতেছে। তুমি ইহার কোন উপায় করিয়া দাও । তারাবলী হাসিতে হাসিতে বলিলেন প্রিয়তম । চল, আমি তোমাকে চণ্ডসিংহের ভবনে লইয়। যাইতেছি, কান্তিমতীর সঙ্গেও সাক্ষাৎ হইবেক । এই বলিয়া তারাবলী অৰ্দ্ধরাত্র সময়ে আমাকে চণ্ডসিংহের শয়নাগারে লইয়া উপস্থিত করিলেন। চণ্ডসিংহের শিরোভাগে এক খড়গ ছিল। আমি সেই খড়গ হস্তে করিয়া লইলাম, এবং তাহাকে জাগরিত করিয়া বলিলাম, আমি তোমার জামাতা, তোমার অনুমতি ব্যতিরেকে তোমার কন্যা কান্তিমতীর পাণিগ্রহণ করিয়াছি, তন্নিমিত্ত তুমি আমার উপর সাতিশয় ক্রুদ্ধ হইয়া রহিয়াছ, এক্ষণে আমি তোমার সেই ক্রোধ শান্তি করিতে আসিয়াছি । চণ্ডসিংহ আমার প্রচণ্ড অ্যকার দর্শনে সাতিশয় ভীত ও কম্পিত হইয়। বলিলেন সেীমা ! তুমি আমার কন্যার কর গ্রহণ