পাতা:দশকুমার.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থপাল চরিত । ᎼᎼ সম্মুখবত্তী এক ভগ্ন প্রাচীরের বিবর মধ্যে একটা কাল সৰ্প মুখ বাহির করিতেছে । আমি মন্ত্রবলে তাহাকে ধরিলাম। ধরিয়া পুর্ণভদ্রকে বলিলাম ভদ্র । আর ভাবনা নাই, আমাদের অভিপ্রায় সিদ্ধপ্রায় হইয়াছে। কালি যখন পিতার চক্ষুঃ উৎপাটনের সময় লোক সমাগম হইবেক, আমি সেই জনতার মধ্যে জনকের অঙ্গে এই কাল সৰ্প অলক্ষিতৰূপে নিক্ষেপ করিব । সপ, পিতাকে ংশন করিলে এরূপে বিষস্তম্ভ করিয়া রাখিব, যে, তাহাকে মৃত বলিয়া সকলে পরিত্যাগ করিবেক। এক্ষণে তুমি আমার মাতার নিকট গিয়া, আমার স্যুদয় বৃত্তান্ত বর্ণন করিয়া, আমার আগমন সংবাদ দাও । এবং যেরূপে পিতার সর্পাঘাত হইবেক সে সমীচীর দিয়া বল, কালি যখন আমার পিতাকে মৃত বলিয়াসকলে অবধারণ করিবেক তখন তিনি যেন সিংহঘোষের নিকট গিয়া ষলেন “ভাতঃ r স্বামীর সহগমন স্ত্রীলোকের পরম ধৰ্ম্ম, অতএব আমি স্বামীর অনুগমন করিব, তুমি আমার মৃত স্বামীকে আমার হস্তে অপর্ণ কর , । অনন্তর সিংহঘোষের অহুমতি হইলে, মাতা যেন তাহাকে আপন আলয়ে লইয়া গিয়া, নিভৃত প্রদেশে শায়িত করিয়া রাখেন। আমি তোমার সমভিব্যাহারে মাতার অন্তঃপুরে প্রবিষ্ট হইয়া, মন্ত্রবলে পিতাকে পুনৰ্জ্জীবত করিব । পুর্ণভদ্র আমার এই পরামর্শ শ্রবণে সাতিশয় সন্তুষ্ট হইয়। সত্বর গমন করিল । যেস্থানে পিতার চক্ষুঃ উৎপাটন হইবেক স্থির হইয়াছিল, আমি রাত্রিশেষে তত্ৰত্য এক তিন্তিড়ী বৃক্ষে আরোহণ করিয়া লুক্কায়িত হইয়া রহিলাম। রজনী প্রভাত হইলে ঐ স্তানে বহু লোকের সমাগম হইতে লাগিল । অল্প কাল মধ্যেই অতিশয় জনতা হইয়া উঠিল । অবিলম্বেই দেখিতে পাইলাম, কতগুলা বিকটকার পুরুষ আমার পিতাকে চোরের ন্যায় পশ্চাদ্বদ্ধ করিয়া সেই তিন্তিড়ী বৃক্ষের তলায় আনিয়া উপস্থিত করিল। তাহাকে তদবস্থ দেখিয়া প্রায় সমস্ত লোকেই সাতিশয় বিষন্ন হইয়া, সিংহঘোষের প্রতি অসন্তোষ প্রকাশ করিতে লাগিল । অনন্তর এক চণ্ডাল তিনবার এই কথা ঘোষণা করিল “ মন্ত্রী