পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 দায়ূদের গীত। [৫ গীত । তাহা শুনিবেন। তোমরা ক্রুদ্ধ হইয় পাপ করিও না, এব°N আপন শয্যাতে নীরব হইয়া মনে ধ্যান কর। সেলা । ধৰ্ম্মবলিদান কর, ও পরমেশ্বরেতে বিশ্বাস কর । ‘কে আণমাদিগকে মঙ্গল দেখাইবে ?” এ কথা অনেকেই বলিয়া থাকে ; হে পরমেশ্বর, তুমি আমাদের প্রতি আপন ভ্রমুখের দীপ্তি প্রকাশ কর। শস্য ও দ্রাহ্মারসের বাহুল্য হইলে তাহাদের যে আহলাদ হয়, তদপেক্ষাও অধিক আহলাদ অামার মনেতে তুমি দিয়া থাক। আমি শান্তিতে শয়ন করিয়া নিদ্রা যাই, কারণ, হে পরমেশ্বর, কেবল তুমি আমাকে নিরাপদে রণথিৰ । ৫ গীত । ১ ঈশ্বরের প্রতি দায়ুদের নিবেদন, ৮ ও শত্ৰুগণের বিরুদ্ধে ও ধাৰ্মি কগণের নিমিত্তে তাহার প্রার্থন । প্রধান বাদ্যকরকে দাতব্য নিহীলোৎ নামক স্বরযুক্ত দায়ুদের এক ধর্মগীত। হে পরমেশ্বর, তুমি আমার কথা শুন, ও অামার কাকুক্তিতে মনোযোগ কর। হে আমার রাজন ও আমার ঈশ্বর, অামার ক্রন্দনের রব শ্রবণ কর, কেননা আমি তোমার নিকটে নিবেদন করি | হে পরমেশ্বর, প্রাতঃকালে আমার রব শ্রবণ কর ; প্রাতঃকালে আমি তোমার নিকটে প্রার্থনা করিয়া উৰ্দ্ধদৃষ্টি করি। তুমি দুষ্টতাতে সন্তুষ্ট ঈশ্বর নও ; তোমার নিকটে কোন মন্দ লোক অাক্রয় পায় না । অহঙ্কারিগণ তোমার সাক্ষাতে দাড়াইতে পারে না; তুমি অধৰ্ম্মাচারি সকলকে ঘৃণা করিতেছ। এ বণ মিথ্যাব দিদিগকে নষ্ট করিবী ; হে পরমেশ্বর, তুমি হত্যাকারি ও কপটি সকলকে নিগ্ৰহ 4. 2