বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎ 8 দায়ুদের গীত । [৭১ গীত । তিয়া অামাকে ত্রাণ কর । যাহাতে আমি নিত্য গমনাগমন করিতে পারি, অামার এমত আশ্রয় পৰ্ব্বত হও ; তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ ; কেননা তুমি আমার গিরি ও দুগম্বরূপ । হে আমার ঈশ্বর, দুর্জনের হস্ত এবণ দুৰ্ব্বত্ত ও উপদ্রবি লোকের হস্ত হইতে আমাকে উদ্ধার কর । হে প্রভো পরমেশ্বর, তুমি আমার অপেক্ষাস্থান ও বাল্যকালাবধি আমার বিশ্বাস ভূমি । গৰ্ত্তইইতে ভূমিষ্ঠ হওনাবধি তোমার উপরে আমার ভার আছে, ও মাতৃগৰ্ত্তস্থ হওনাবধি তুমি আমাকে প্রতিপালন করিতেছ ; আমি সৰ্ব্বদা তোমারই প্রশ°Nসা করি। অনেকে আমাকে অদ্ভতের ন্যায় জ্ঞান করে, কিন্তু তুমি আমার দৃঢ় আশ্রয় তোমার প্রশ৭সাতে ও সৌন্দৰ্য্যবর্ণনাতে আমার মুখ সমস্ত দিন পরিপূর্ণ হয়। বৃদ্ধাবস্থাতে আমাকে ছাড়িও না, বল ক্ষীণ সময়ে আমাকে পরিত্যাগ করিও না । কেননা আমার শত্ৰুগণ আমার বিরুদ্ধে কথা কহে, ও আমার প্রাণচেষ্টাকারির একত্র পরামর্শ করিয়া বলে, ঈশ্বর তাহাকে ত্যাগ করিলেন, তোমরা তাহাকে তাড়িয়া ধর ; তাহার রক্ষাকর্তা কেহই নাই।’ হে ঈশ্বর, আমাহইতে দূরবত্তী হইও না, হে আমার ঈশ্বর, তুরায় অামার উপকার কর । অামার প্রাণের বৈরিগণ লজ্জিত ও উচ্ছিন্ন হউক, এবং আমার অনিষ্টচেস্টাকারির নিন্দাতে ও অপযশেতে আচ্ছন্ন হউক । অামি চিরকাল তোমার অপেক্ষা করিব, ও উত্তরোত্তর তোমার প্রশংসা করিব। আমার মুখ তোমার ধৰ্ম্মের ও তোমার কৃত পরিত্রাণের বর্ণনা সমস্ত দিন করিবে, কেননা তাহার স°N»r্য। অামি জানি না | আণমি প্ৰভু পরমেশ্বরের শক্তিতে গমন করিব, 94 so o o

  • > 2.

» R >いご o, 3 >G。 ఆ