পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> や দায়ুদের গীত । [৭২ গীত। দুঃথি লোকদের বিচার করিবেন। এবণ পৰ্ব্বতগণ ও উপপৰ্ব্বতগণ ধৰ্ম্মৰ্দ্ধারণ লোকদের মঙ্গল জন্মাইবে । তিনি দুঃখি প্রজাগণের সুবিচার করিবেন, ও দরিদ্রের সন্তানদিগকে ত্রাণ করিবেন ; কিন্তু উপদ্রবিকে চর্ণ করিবেন। যাবৎ চন্দ্র সূৰ্য্য থাকিবে, তাবৎ পুরুষানুক্রমে লোকেরণ তোমাকে ভয় করবে। এবপ ছিন্নতৃণ ক্ষেত্রে বৃষ্টির ন্যায় এবং ভূমি সিঞ্চনকারি জলসম্রাতের ন্যায় তিনি আগমন করিবেন। তাহার সময়ে ধাৰ্ম্মিক লোক প্রফুল্ল হইবে, এবং চন্দ্রের স্থিতিকাল পৰ্য্যন্ত বহুতর মঙ্গল হইবে। এক সমুদ্র অবধি অপর সমুদ্র পর্য্যন্ত, এবণ মহানদী অবধি পৃথিবীর শেষসীমা পৰ্য্যন্ত তিনি রাজ্য করিবেন। মরুভূমিনিবাসির তাহার সম্মুথে হাটু so سیb s পাতিবে, ও তাহার শত্ৰুগণ ধূলা চাটিবে। তশীশের ও ১০ দ্বীপগণের রাজগণ নৈবেদ্য অগনিবে, এব০৯ শিবার ও সিবার রাজগণ উপঢৌকন প্রদান করিবে ; এ বণ তাবৎ ১১ রাজা তাহাকে প্রণাম করিবে, ও তাবৎ জাতীয়ের র্তাহাকে সেবা করিবে। কেননা তিনি অণন্তনাদকারি ১২ দরিদ্রকে ও দুঃথিকে ও অনাথ লোককে উদ্ধার করি বেন ; এব° দীনহীন ও দরিদ্রদিগকে দয়া করিবেন, ও ১৩ দরিদ্রগণের প্রাণ রক্ষা করিবেন। এবণ উপদ্রব ও ১৪ দৌরাত্ম্যহইতে তাহাদের আত্মাকে মুক্ত করবেন । ও তাহার দৃষ্টিতে তাহদের রক্ত মূল্যবান হইবে । তাহার সজীব থাকিয়া শিবার সূবর্ণ র্তাহাকে দান ১৫ করিবে, এব° তাহার নিমিত্তে নিত্য ২ প্রার্থনা করিবে, ও সমস্ত দিন তাহার ধন্যবাদ করিবে। দেশের মধ্যে ১৩ পৰ্ব্বতগণের শিখরে প্রচুর শস্য হইবে, তাহার শিষ লিবানোনের ন্যায় দোলায়মান হইবে ; এব০ নগরনি বাসিরা পৃথিবীস্থ তৃণের ন্যায় প্রফুল্ল হইবে। চিরকাল ১৭ 96