পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩ গীত ।] দায়ুদের গীত । c) * তাহার নাম থাকিবে, সূৰ্য্যের স্থিতিকাল পৰ্য্যন্ত র্তাহার অক্ষয় নাম থাকিবে ; মনুষ্যেরা তাহাদ্বারা আশীৰ্ব্বাদ প্রাপ্ত হইবে, ও তাবৎ জাতীয়েরা তাহাকে ধন্য ২ কহিবে। ১৮ ইসুয়েলের ঈশ্বর প্রভু পরমেশ্বর ধন্য, কেবল তিনি ১৯ অাশ্চৰ্য্য কৰ্ম্ম করেন। ও তাহার মহিমাযুক্ত নাম সৰ্ব্বদা ধন্য হউক, এবণ র্তাহার মহিমাতে সমস্ত পৃথিবী ২৪ পরিপূর্ণ হউক। আমেন, আমেন। যিশয়ের পুত্ৰ দায়ু দের নিবেদন সমপূর্ণ। ৭৩ গীত । ১ পাপি লোকদের সুখের প্রতি আসফের ঈর্য্য, ১৭ ও সেই ঈর্ষার প্রতিকার । আসফের ধর্মগীত । ১ ঈশ্বর ইসুয়েলের ও শুদ্ধমনা লোকদের নিতান্ত মঙ্গল২ দায়ক। কিন্তু আমার চরণ প্রায় টলিল, ও অামার পা৩ দবিক্ষেপ প্রায় স্থলিত হইল। যেহেতুক দুষ্টদের মঙ্গল দেখিলে আমি সেই অহঙ্কারিদের প্রতি ঈর্ষা করি৪ লাম। তাহারা মৃত্যুর জন্যে বদ্ধ হয় না, কিন্তু তাহা৫ দের শরীর হৃষ্টপুষ্ট আছে। এবণ অন্য মর্তের ন্যায় তাহাদের ক্লেশ হয় না, ও অন্য মানুষের মত তাহাদের শু বিপদ ঘটে না ; এই নিমিত্তে অহঙ্কার তাহাদের হারস্বরূপ, ও দৌরাত্ম্য তাহাদের আবরক বস্ত্রস্বরূপ হয়। ৭ এবণ মেদেতে তাহাদের চক্ষু ঠেলিয়া উঠে, ও তাহাদের ৮ মনের সঙ্কল্প অপরিমিত হয়। তাহারণ বিদ্রুপ করে, ও ৯ উপদুলের দুর্বর্ণক্য কহে, ও দপ কথা কহে। তাহদের স্বৰ্গারোহণ করে, এবং তাহদের জিহ্বা পৃথিবী ১০ ভুমণ করে। এই কারণ র্তাহার লোকেরা কুপথে в. т. s.) K. 97