পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৪ গীত ।] দায়ুদের গীত। పాషా হার তোমাহইতে দূরে থাকে, তাহারণ বিনষ্ট হইবে ; এব০ যত লোক তোমাকে ত্যাগ করিয়া ব্যভিচার ২৮ করে, সেই সকলকে তুমি উচ্ছিন্ন করিবণ। কিন্তু ঈশ্বরের নিকটবৰ্ত্তী হওয়া অামার মঙ্গল ; তাহার তাবৎ কৰ্ম্ম প্রচার করণার্থে আমি প্রভু পরমেশ্বরের আশ্রয় লইলাম । ৭৪ গীত । ১ মন্দিরের বিষয়ে বিলাপ, ১০ ও ঈশ্বরের প্রতি প্রার্থনা। আসফের উপদেশগীত। ১ হে ঈশ্বর, তুমি চিরকালের জন্যে আমাদিগকে কেন ত্যাগ করিতেছ ? অাপন মাঠের মেষের বিরুদ্ধে কেন ২ তোমার ক্রোধানল ধূমাইতেছে : পূৰ্ব্বকালে তোমার ক্রীত যে মণ্ডলী, এব^ তোমাকর্তৃক মুক্ত যে মনোনীত অধিকার, ও তোমার বাসস্থান যে সিয়োন পৰ্ব্বত, ৩ এ সকলকে স্মরণ কর। বহুকাল উচ্ছিন্ন স্থানের নিকটে পদার্পণ কর ; শত্ৰুগণ তোমার ধৰ্ম্মধামে সকলই নষ্ট ৪ করিয়াছে ; এবণ বৈরিগণ তোমার মণ্ডলীগণের মধ্যে গৰ্জ্জন করে, ও চিহ্নের নিমিত্তে আপনাদের চিহ্ন স্থাপন ৫ করে। যে লোক কুঠার উঠাইয়া নিবিড় বনে কাষ্ঠ ৬ ছেদন করে, তাহার ন্যায় তাহারা দেখায়। তাহারা এক্ষণে কুঠার ও হাতুড়িদ্বারা মন্দিরের শিল্পকৰ্ম্ম একে৭ বারে ভগ্ন করে। এবণ তোমার ধৰ্ম্মধামে অগ্নি নিক্ষেপ করে ; তোমার নামের বাসগৃহ ভূমিসাৎ করিয়া অশুচি ৮ করে । * আমরা তাহাদিগকে একেবারে স^হার করিব,” ইহা তাহারা মনে ২ কহে, এব^ দেশের মধ্যে ঈশ্ব৯ রের তাবৎ ভজনালয় দগ্ধ করে। আমরা আপনাদের চিহ্ন আর দেখি না, এব° কোন ভবিষ্যদ্বক্তা আর к 2 99