পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৫ গীত ।] দায়ুদের গীত। > 0 > ৭৫ গীত । ঈশ্বরের ধন্যবাদ ও উপদেশকথা । প্রধান বাদ্যকরকে দাতব্য অলতস্হেৎ নামক স্বরযুক্ত আসি ফের কৃত গানার্থক ধর্মগীত। ১ হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, তোমার ধন্যবাদ করিতেছি ; কেননা তোমার নাম যে নিকটবৰ্ত্তী, ইহা তোমার আশ্চৰ্য্য কৰ্ম্ম বর্ণনা করে। ২ আমি উপযুক্ত সময় উপস্থিত করিয়া যথার্থ বিচার ৩ করিব। পৃথিবী ও তন্নিবাসিগণ ক্ষয় হইতেছে, কিন্তু ৪ অামি তাহার স্তম্ভ স্থাপন করিব । সেল। আমি গৰ্ব্বিত লোকদিগকে কহি, তোমরা গৰ্ব্ব করিও না ; ও & দুৰ্ব্বন্তদিগকে কহি, তোমরা শৃঙ্গ তুলিও না। অত্যুচ্চে তোমাদের শৃঙ্গ তুলিও না, এব^ গ্রীব দৃঢ় করিয়া শু দপ কথা কহিও না। কেননা পূৰ্ব্বদিক্‌ কি পশ্চিমদিক্‌ কি দক্ষিণদিকৃহইতে উচ্চপদ প্রাপ্তি হয় এমত নয় ; ৭ কিন্তু ঈশ্বর বিচার কর্তী হইয়া কাহাকে নীচপদ ও ৮ কাহাকে উচ্চপদ দেন। কেননা পরমেশ্বরের হস্তে এক পানপাত্র অাছে, তাহ রক্তবর্ণ দ্রাহ্মণরসে ও মিশ্রিত দ্রব্যে পরিপূর্ণ ; আর তিনি তাহাহইতে ঢালেন, তাহাতে পৃথিবীস্থ দুষ্টের সকলে তাহার ৯ তলানিও চাটিয়া পান করে। কিন্তু আমি যাকুবের ঈশ্বরের উদেশে গান করিয়া সৰ্ব্বদা তাহার গুণ ১০ প্রকাশ করিব। এবণ দুৰ্ব্বক্তগণের শৃঙ্গ সকল আমার দ্বারা ছিন্ন হইবে, কিন্তু ধাৰ্ম্মিকগণের শৃঙ্গ উচ্চাকৃত হইবে। к 3 101