পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o & দায়ুদের গীত । [৭৬ গীত । ৭৬ গীত । জয়ের নিমিত্তে ঈশ্বরের গুণানুবাদ করণ। প্রধান যন্ত্রবাদককে দাতব্য আসফের কৃত গানাথক ধর্মগীত । ঈশ্বর যিহুদা দেশে বিখ্যাত আছেন, ইসুয়েল দেশে ১ তাহার নাম বড়। বিরুশালমে তাহার তাম্বু আছে, ২ এব^ সিয়োনে তাহার বাসস্থান। সেখানে তিনি ধনু- ৩ বাণ ও ঢাল ও খড়গ ও সমগ্রামের অস্ত্র ভঙ্গ করিয়াছেন। সেল। মৃগয়ার পর্বতহইতে তুমি তেজোময় ও মহামহিমান্বিত আছ ৷ সাহসিকান্তঃকরণ লোকেরা ৫ সPহার হইয়া মহানিদ্রাতে নিদ্রিত হইয়াছে, ও তাবৎ বীরের হস্ত অবশ হইয়াছে। হে যাকুবের ঈশ্বর, ৬ তোমার গৰ্জ্জনে তাবৎ রথী ও অশ্ব মহানিদিত হইয়াছে। তুমিই ভয়ার্হ, তুমি ক্রুদ্ধ হইলে তোমার ৭ সাক্ষাতে কে দাড়াইতে পারে ? তুমি স্বৰ্গহইতে আপন ৮ বিচারাজ্ঞ শ্রবণ করাইয়াছ, তাহাতে পৃথিবী ভীত হইয়া নীরব হইল ; কেননা ঈশ্বর বিচার করিতে ও পৃথিবীস্থ নমু সকলকে পরিত্রাণ করিতে গাত্রোথান করিলেন । সেলা । মনুষ্যের ক্রোধ তোমার প্রশ°সা- ১০ জনক হইবে, ও তদতিরিক্ত ক্রোধ তুমি নিবারণ করিব। তোমরা আপন প্ৰভু পরমেশ্বরের কাছে ১১ মানত করিয়া তাহ সম্পূর্ণ কর; যিনি ভয়ার্হ, তাহার নিকটে চতুৰ্দ্দিকুস্থিত লোকের উপঢৌকন আনয়ন করুক। তিনি প্রধান লোকদের মনকে ১২ দমন করেন, এব^ পৃথিবীস্থ রাজগণকে ভয় দেখান । ->