বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৭ গীত ।] দায়ুদের গীত । У o О ৭৭ গীত । ১ বিপদ সময়ে বিলাপ, ১০ ও পরমেশ্বরেতে আশ্রয় লওন । বিদুৰ্থনের দলমধ্যে প্রধান বাদ্যকরকে দাতব্য আসফের ধর্মগীত। ১ আমি আপন রবে ঈশ্বরকে আহ্বান করি, ও আপন রবে ঈশ্বরকে আহ্বান করিলে তিনি তাহ শ্রবণ করুন। ২ আমি বিপদকালে প্রভুর অন্বেষণ করি, রাত্রিকালেও অামার হস্ত বিস্তারিত হইয়া ক্ষান্ত হয় না, ও ৩ অামার মন প্রবোধ মানে না। অামি ঈশ্বরকে স্মরণ করিয়া বিলাপ করি, ও চিন্তা করিলে আমার আত্মা ৪ মূচ্ছিত হয়। সেলা। তুমি রাত্রিতে আমার চক্ষুকে নিদ্রা দেও না, আমি উদ্বেগ প্রযুক্ত কথা কহিতে পারি ৫ না। পূৰ্ব্বকালের দিন ও বহুকালগত বৎসর স্মরণ ও করি, ও আমার রাত্রিকালীয় গীত স্মরণ করি, এব^ মনের মধ্যে চিন্তা করি, ও অামার আত্মা ইহা আলোচনা করে। প্রভু কি চিরকালের নিমিত্তে ত্যাগ ৮ করবেন ? তিনি কি আর অনুকূল হইবেন না ? চিরকাল কি তাহার অনুগ্রহ লুপ্ত থাকিবে ? ও তাহার ৯ প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল হইবে ? ঈশ্বর কি কৃপা করিতে বিস্মৃত হইয়াছেন ? ও ক্রোধ করিয়া কি আপনার বাৎসল্য রুদ্ধ করিয়াছেন ? সেলা । ১০ পরে আমি কহিলাম, আমার এই যে দুঃখের সময়, ১১ ইহাও সৰ্ব্বোপরিস্থের দক্ষিণ হস্তের বৎসর। আমি পরমেশ্বরের কৰ্ম্ম স্মরণ করিব, ও পূৰ্ব্বকালে তোমার ১২ কৃত আশ্চৰ্য্য ক্রিয়া স্মরণ করিব, ও তোমার তাবৎ কৰ্ম্ম চিন্তা করিব, ও তোমার ক্রিয়া সকল ধ্যান ১৩ করিব। হে ঈশ্বর, ধৰ্ম্মই তোমার পথস্বরূপ, তোমার 103