৬ গীত 0 দায়ুদের গীত । & করিবণ। কিন্তু আমি তোমার প্রচুর অনুগ্ৰহেতে তোমার মন্দিরে প্রবেশ করিব, ও তোমার ধৰ্ম্মধামের দিগে সম্মুখ হইয়া সভয়ে তোমার ভজনা করিব । ৮ হে পরমেশ্বর, আমার বৈরিগণ প্রযুক্ত তোমার ধৰ্ম্মপথে আমাকে লইয়া যাও, এৰণ আমার সম্মুখে ৯ তোমার মার্গ সরল কর। কারণ তাহাদের মুথে প্রকৃত বাক্য নাই, ও তাহাদের অন্তঃকরণ দুষ্ট ; তাহণদের গলার নলী অনাবৃত কবরস্বরূপ, তাহার। জিহ্লাদ্বারা ১০ স্তুতিবাদ করে। হে ঈশ্বর, তুমি তাহাদিগকে দণ্ড দেও, তাহারা আপন ২ পরামর্শদ্বারাই পতিত হউক ; এব^ তাহাদের প্রচুর অপরাধ প্রযুক্ত তাহাদিগকে তাড়াইয়া দেও, কেননা তাহারা তোমার বিরুদ্ধ আচরণ ১১ করিয়াছে। তাহাতে তোমার শরণাগত তাবৎ লোক আনন্দিত হইবে, এব°N তোমাদ্বারা রক্ষিত হওন প্রযুক্ত সৰ্ব্বদা হৃষ্টচিত্ত হইবে ; এবণ যাহার তোমার নামের প্রতি প্রেম করে, তাহার তোমাতে উল্লাস ১২ করবে। হে পরমেশ্বর, তুমিই ধাৰ্ম্মিক লোককে আশীবৰ্বাদ করিবা, ও অনুগ্রহ রূপ ঢালেতে তাহাকে অাবৃত করিবণ। ৬ গীত । বিপদসময়ে দায়ুদের বিলাপ। প্রধান যন্ত্রবাদককে দাতব্য অষ্টম স্বরযক্ত দায়দের এক ধর্মগীত। ১ হে পরমেশ্বর, ক্রোধেতে আমাকে অনুযোগ করিও না, ২ ও কোপেতে অামাকে শান্তি দিও না। হে পরমেশ্বর, আমি ক্ষীণ হইলাম, আমাকে কৃপা কর ; হে পরমে В 3 5
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/১১
অবয়ব