পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১১০

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 0 8 দায়ুদের গীত। [৭৮ গীত । তুল্য মহান ঈশ্বর কে ? তুমি আশ্চৰ্য্য কৰ্ম্মকারি ঈশ্বর, তুমি লোকদের মধ্যে আপন পরাক্রমের পরিচয় দিয়াছ। তুমি নিজ বাহুবলদ্বারা আপন প্রজাদিগকে অর্থাৎ যাকুবের ও যুষফের সন্তানদিগকে মুক্ত করিয়াছ। সেলা। হে ঈশ্বর, জলসমূহ তোমার দর্শন পাইল, তোমার দর্শন পাইবামাত্র জলসমূহ কল্পিত হইল, ও গভীর স্থান উদ্বিগ্ন হইল ; এবণ নিবিড় পয়োধর জল বর্ষণ করিল, ও মেঘ গৰ্জ্জন করিল, ও চতুদিগে তোমার বাণ নিক্ষিপ্ত হইল। এবণ আকাশের মধ্যে তোমার গৰ্জ্জনধ্বনি হইল, ও বিদ্যুৎ, জগৎকে দীপ্তিমান করিল, ও পৃথিবী কল্পিত ও টলটলায়মান হইল। সমুদ্রের মধ্যে তোমার পথ, ও জলরাশির মধ্যে তোমার মার্গ আছে ; কিন্তু তোমার পদচিহ্ন জানা যায় না। তুমি আপন প্রজাদিগকে মেষপালের ন্যায় মূসার ও হারোণের হস্তদ্বারা গমন করাইল । ৭৮ গীত । ইস্রায়েল্ লোকদের প্রতি ঈশ্বরের শাসন ও আশ্চৰ্য্য ক্রিয়। আসফের উপদেশগীত। হে অামার স্বজাতীয় সকল, তোমরা আমার উপদেশ শ্রবণ কর, ও আমার মুখের কথাতে কর্ণপাত কর। আমি দৃষ্টান্তকথা কহিতে মুখ ব্যাদান করিব, ও পূৰ্ব্বকালের মৰ্ম্মকথা প্রকাশ করিব। আমরা যাহা ২ শ্রবণ করিয়া জ্ঞাত হইয়াছি, ও আমাদের পিতৃলোক আমাদের কাছে যাহ। ২ বর্ণনা করিয়াছে, তাহণ আমরা তাহাদের সন্তানদের নিকটে গোপন করিব না ; বরণ শেষপুরুষ পৰ্য্যন্ত পরমেশ্বরের প্রশ^সা 104 o 3 2 (t o, S. o, a > レー ఏ R e R