পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১১২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o, 6 & দায়ুদের গীত । [৭৮ গীত । শৈলহইতে সোত বাহির করিয়। নদীর ন্যায় জল নামাইলেন। তখনও তাহারণ সৰ্ব্বোপরিস্থকে বিরক্ত করিতে ১৭ भक्लडूमि८ड তাহার বিরুদ্ধে আরও অনেক পাপ করিল। এবণ অাপন ২ মনের বাঞ্ছিত ভক্ষ্যের প্রার্থনীতে ১৮ ঈশ্বরের পরীক্ষা করিল। এব০ ঈশ্বরের বিরুদ্ধে কথা ১১ কহিয়া ইহা বলিল, ঈশ্বর কি প্রান্তরের মধ্যে আমাদের খাদ্য প্রস্তুত করিতে পারেন? দেখা, তিনি পৰ্ব্বতকে ২০ আঘাত করিলে তাহাহইতে যেমন সুেতোবাহি জল নির্গত হইল, তদ্রুপ কি খাদ্যও দিতে পারেন ? ও অাপন প্রজাদের নিমিত্তে কি মণPস যোগাইতে পারেন ? তথন পরমেশ্বর এমত শুনিয়া ক্রোধান্বিত হইলে যাকূব ২১ ব^শের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলিত হইল, ও ইসুয়েল ব^শের বিরুদ্ধে ক্রোধ উঠিল। কেননা তাহারা ঈশ্ব- ২২ রেতে বিশ্বাস করিল না, ও তাহার স্বীকৃত পরিত্রাণে নির্ভর করিল না। তথাপি তিনি উপরিস্থ মেঘের প্রতি ২৩ অাজ্ঞা দিলেন, ও আকাশের দ্বার খুলিলেন ; এবPA ২৪ ভক্ষ্যের নিমিত্তে তাহীদের উপরে মান্না বর্ষাইয়া স্বর্গের শস্য দিলেন । তাহাতে মনুষ্য পরাক্রমিদের ২৫ খাদ্য ভোজন করিল ; তিনি তাহাদের তৃপ্তি পৰ্য্যন্ত ভক্ষ্য প্রেরণ করিলেন। এব^ আকাশের মধ্যে পূৰ্ব্বীয় ২৬ বায়ু বহাইলেন, ও নিজ পরাক্রমে দক্ষিণ বায়ু আনয়ন করিলেন ; এবং মাংসকে ধূলির ন্যায় ও পক্ষি- ২৭ গণকে সমুদ্রের বালির ন্যায় তাহদের উপরে বর্ষাইলেন ; এবণ তাহাদের শিবিরের মধ্যে ও বাসস্থানের ২৮ চতুষপাশ্বে তাহ অধঃপতিত করিলেন। এই রূপে তিনি ২৯ তাহাদের বাঞ্ছিত সামগ্রী আনয়ন করিলে তাহারা ভোজন করিয়া অতি তৃপ্ত হইল। কিন্তু মুখে খাদ্য ৩০ থাকিলেও তাহারা লোভহইতে নিবৃত্ত হইল না। 106