* ●レア দাযুদের গীত । [৭৮ গীত । তিনি মিস্ট্রীয়দের নদীকে রক্ত করিয়াছিলেন, তাহাতে তাহাদের সোতের জল কেহ পান করিতে পারিল না। তাহাদের মধ্যে ব্যাক ২ দ৭শনকারি মশককে ও বিনাশকারি ভেককে প্রেরণ করিয়াছিলেন । এব০ তাহাদের ক্ষেত্রের শস্য ফড়িঙ্গকে, ও তাহীদের পরিশ্রমের ফল পঙ্গ পালকে দিয়াছিলেন। তিনি শিলাদ্বারা তাহণদের দ্রাক্ষালতা ও হিমদ্বারা ভূস্বরবৃক্ষ নষ্ট করিয়াছিলেন। এব^ তাহদের পশুগণকে শিলাতে ও পালকে বজাঘাতে বিনাশে সমপণ করিয়াছিলেন। এব^ তাহাদের প্রতি প্রচণ্ড রাগ ও ক্রোধ ও ঘোর কোপ ও দুঃখ ও অমঙ্গলদায়ক দূতগণের এক জনতাকে প্রেরণ করিয়াছিলেন ; এবণ ক্রোধ প্রকাশ করিয়া মৃত্যুহইতে তাহাদের প্রাণকে রক্ষা না করিয়া মহামারীতে সমর্পণ করিয়াছিলেন। এব০ মিসরদেশীয় তাবৎ প্রথমজাত সন্তানকে ও হামের তাস্থতে তাহাদের প্রধান বলরূপ সন্তানকে বিনষ্ট করিয়াছিলেন । এবণ অাপন প্রজাদিগকে মেষের ন্যায় গমন করাইয়া পালের মত প্রান্তরের মধ্যদিয়া লইয়া গিয়াছিলেন। তিনি তাহণদিগকে নির্বিঘুে লইয়া যাওয়াতে তাহারণ উদ্বিগ্ন হইল না ; কিন্তু তাহদের শত্ৰুগণ সমুদ্রে মগ্ন হইল। পরে তিনি অণপন পবিত্র দেশের সীমাতে ও অগপনার দক্ষিণ হস্তদ্বারা লব্ধ এই পৰ্ব্বতে তাহাদিগকে আনিলেন। এব^ তাহদের সম্মুখহইতে অন্যজাতীয় লোককে দূর করিয়া রজুদ্বারা তাহদের অধিকার বিভাগ করিয়া দিলেন, ও ইস্রায়েল বণশকে তাহাদের বাসস্থানের মধ্যে বসতি করাইলেন। তথাপি তাহার সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরের পরীক্ষা করিয়া তাহাকে বিরক্ত করিল, এবণ র্তাহার সপ্রমাণ বিধি মানিল না ; বরণ 108 3.3 3 & 8 & 3 * 3br 3 - 6 o' G 2 G. & G. So GK Z G. G. G. So
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/১১৪
অবয়ব