বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*) > o দায়ুদের গীত। [৭৯ গীত । তাহাতে সে অাপন মনের সরলতানুসারে তাহা- ৭২ দিগকে চরাইল, ও হস্তের নৈপুণ্যানুসারে তাহাদিগকে লহয় গেল। ৭৯ গীত । ১ যি রুশালমের বিষয়ে বিলাপ, ১ ও পরমেশ্বরের প্রতি প্রার্থনা। আসফের ধর্মগীত। হে ঈশ্বর, অন্যজাতীয়ের তোমার অধিকারে প্র- ১ বেশ করিয়া তোমার ধৰ্ম্মমন্দির অপবিত্র করিল, এবণ ফিরুশালমকে কাথড়ার ঢিবী করিল। এৰপ ২ তোমার দাসদের শব অণকাশীয় পক্ষিগণকে, ও তোমার পবিত্র লোকদের মাeNস বন পশুদিগকে ভক্ষ৭ার্থে দিল ; এবণ ফিরুশালমের চতুদিগে জলের ন্যায় ৩ তাহাদের রক্ত ঢালিল ; তাহাদের কবর দিতে কেহ থাকিল না। আমরা প্রতিবাসিগণের নিকটে নিন্দাল্পদ ৪ ও চতুৰ্দ্দিকৃস্থ লোকদের কাছে হাস্যাল্পদ ও বিদ্রুপের পাত্র হইলাম। হে পরমেশ্বর, আর কত কাল এমত ৫ হইবে ? তুমি কি নিরন্তর ক্রুদ্ধ থাকিব ? ও তোমার কোপ কি অগ্নির ন্যায় প্রজ্বলিত থাকিবে ? যে ভিন্ন- ৬ জাতীয় লোকেরা তোমাকে জানে না, ও যে ২ রাজ্যের লোকেরা তোমার নামে প্রার্থনা করে না, তাহাদের প্রতি আপন কোপ প্রজ্বলিত কর । কেননা ৭ তাহারা যাকুব বণশকে গ্রাস করিয়া তাহার বাসস্থান শূন্য করিল। আমাদের পূৰ্ব্ব অপরাধ সকল আর ৮ মনে করিও না, তোমার করুণা শীঘ আমাদের অগ্রবৰ্ত্তী হউক, কেননা আমরা অতি ক্ষীণ হইলাম। হে আমাদের পরিত্রাণকৰ্ত্ত ঈশ্বর, নিজ নামের গৌ- ৯ রবার্থে অামাদের উপকার কর, ও অাপন নামের গুণে Il ()