পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 * * দায়ুদের গীত। [৮০ গীত । রার্থে তাহাদিগকে অশ্রু দিতেছ, ও বাহুল্য নেত্র জল পান করাইতেছ। ও প্রতিবাসিদের মধ্যে অণমাদিগকে বিবাদাল্লাদ করিতেছ, তাহাতে আমাদের শত্ৰুগণ পরক্সর পরিহাস করে। হে সৈন্যাধ্যক্ষ ঈশ্বর, আমাদিগকে ফিরাও, এব^ আপন মুখের দীপ্তি প্রকাশ কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব । তুমি মিসরদেশহইতে এক দীক্ষালতা লইয়া অন্যজাতীয়দিগকে দূর করিয়া তাহ রোপণ করিয়াছিল ; এব^ ভূমি সমান করিয়া তাহার মূল বৃদ্ধি করিয়াছিলা, তাহাতে সে তাবৎ দেশ ব্যাপিল। তাহার ছায়াতে পৰ্ব্বত ও তাহার শাখাতে বৃহৎ এর বৃক্ষ আচ্ছাদিত ছিল। এবং সমুদ্র পর্য্যন্ত তাহার শাখা, ও নদী পর্য্যন্ত তাহার ডাল বিস্তারিত ছিল। তুমি কেন তাহার বেড়া এমত ভগ্ন করিলা, যে পথিকেরা তাহার পত্র ছিড়ে, এবণ বন্য শূকর তাহাকে নষ্ট করে, ও বন পশু তাহ মুড়াইয়া থাইয় ফেলে ? হে সৈন্যাধ্যক্ষ ঈশ্বর, এখন ফির, ও স্বৰ্গহইতে দৃষ্টি করিয়া মনোযোগী হও, এবং এই দ্রাক্ষালতার, ও তোমার দক্ষিণ হস্তদ্বারা রোপিত চারার, ও ১ তোমার নিমিত্তে সবলীকৃত তোমার পুত্রের তত্ত্বানুসন্ধান কর । এব°N যাহারা তাহ ছিন্ন করিয়া অগ্নিতে দন্ধ করে, তাহার তোমার মুথের গৰ্জ্জনে বিনষ্ট হউক। তোমার দক্ষিণ হস্তে উপবিষ্ট মনুয্যের, অর্থাৎ তুমি আপনার নিমিত্তে যে মনুষ্যপুত্রকে বলবান করিয়াছ, তাহার উপরে হস্তাপণ কর। তাহাতে আমরা তোমাহইতে পরামুখ হইব না ; এব^ আমাদিগকে সজীব কর, তাহাতে আমরা তোমার নামে প্রার্থনা করিব। হে সৈন্যাধ্যক্ষ প্রভো পরমেশ্বর, অামাদি 112 > У о

  • 2

> R o, No

  • 3
  • So
  • ) R

○ デ

  • >