বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o দায়ুদের গীত । [৭ গীত । শ্বর, আমার অস্থি সকল কাপিতেছে, আমাকে সূস্থ কর । হে পরমেশ্বর, অামার প্রাণ অতি ব্যাকুল হইতেছে, কত কাল বিলম্ব করিব ? হে পরমেশ্বর, ফিরিয়া আইস, আমার প্রাণকে মুক্ত কর, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ কর। কেননা মৃত্যুদশাতে তোমার স্মরণ হইবে না ; পরলোকে তোমার প্রশ৭সা কে করিবে ? অামি কোকাইতে ২ শ্রান্ত হই, সমস্ত রাত্রি অশ্রুপাতে শয্যা ভাসাই, ও নয়নজলে হাট ভিজাই । রোদনেতে আমার চক্ষু ক্ষীণ হইল, ও আমার তাবৎ বৈরী প্রযুক্ত নয়ন নিস্তেজ হইল। হে কুকৰ্ম্মকারি সকল, তোমরা আমার নিকটহইতে দূর হও, পরমেশ্বর আমার ক্রমদনের রব শুনিলেন ; পরমেশ্বর অামার প্রার্থন শুনিলেন, ও পরমেশ্বর আমার বিনয় বাক্য গ্রাহ করিলেন। আমার তাবৎ শত্ৰু অতিশয় লজ্জিত ও ব্যাকুল হইবে, তাহারা পরাজুথ হইয়া হঠাৎ লজ্জিত হইবে। ৭ গীত । ১ শত্ৰু কুশের অপবাদ বিষয়ে দায়ুদের আপনাকে নিৰ্দ্দোষ করণ, ১০ ও কুশের বিনাশ প্রকাশ করণ। বিন্যার্মানীয় কুশের কথার বিষয়ে পরমেশ্বরের নিকটে দায়ুদের ব্যাকুলতাসূচক গীত। ছে আমার প্রভো পরমেশ্বর, অামি তোমার শরণাগত; তুমি আমাকে তাবৎ তাড়নাকারিহইতে উদ্ধার কর ও রক্ষণ কর । নতুবা শত্ৰু আমার প্রাণকে অরক্ষক দেগিয়া সি হের ন্যায় বিদীর্ণ করিয়া ছিন্নভিন্ন করিবে । ছে আমার প্রভো পরমেশ্বর, অামি যদি সেই মন্দ কৰ্ম্ম করিয়া থাকি, ও আমার হস্তে যদি কুকৰ্ম্ম হইয়া থাকে ; যদি উপকারি লোকের অপকার করিয়া থাকি, এব৪১ 6 o o