পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 : 8 দায়ুদের গীত । [৮২ গীত । হইতে আনিয়াছি ; তোমার মুখ ব্যাদান কর, আমি তাহা পরিপূর্ণ করিব। কিন্তু আমার প্রজ আমার রব ১১ শুনিল না, ও ইসুয়েল ব^শ আমাকে চাহিল না। অতএব আমি তাহাদিগকে আপন ২ মনের কুঅভি- ১২ লাষ পূর্ণ করিতে দিলাম, তাহাতে তাহারা আপন ২ পরামর্শানুসারে গমন করিতেছে। যদি আমার প্রজার ১৩ আমার কথা শুনিত, ও ইসুয়েল ব^শ আমার পথে চলিত ; তবে আমি তাহদের শত্ৰুগণকে ত্বরায় দমন ১৪ করিতাম, ও তাহাদের বৈরিগণের প্রতিকূলে হস্ত ফিরাইতাম। এবণ পরমেশ্বরের ঘূণাকারিগণ তাহাদের স্তব ১৫ স্তুতি করিত, ও তাহাদের সুসময় নিত্যস্থায়ী হইত। এব^ আমি তাহাদিগকে উত্তম গোধূম ভোজন ১৬ করাইতাম, ও পৰ্ব্বতীয় মধুদ্বারা তাহাদিগকে তৃপ্ত করিতাম ? ৮২ গীত । বিচারকর্তাদের প্রতি অনুযোগ। আসফের ধর্মগীত । ঈশ্বর ঈশ্বরীয় সভাতে দণ্ডায়মান হইয়া ঈশ্বরগণের ১ বিচার করেন। ‘ তোমরা কত কাল অন্যায়বিচার ক- ২ রিব? ও কত কাল দুষ্টগণের মুখাপেক্ষা করিব ? সেল। দীনহীন ও পিতৃহীন লোকের বিচার কর ; যা- ৩ হারা দুঃখী ও অকিঞ্চন, তাহাদের যথার্থ বিচার কর । এবণ দীনহীন ও দরিদ্রদিগকে নিস্তার কর, ও দুষ্টদের হস্তহইতে তাহাদিগকে উদ্ধার কর । উহার অজ্ঞান ও ৫ নিৰ্ব্বোধ, এব^ অন্ধকারে ভুমণ করে, ও দেশের মূলবস্তু টলটলায়মান হয়। অামি কহিলাম, তোমরা ও ঈশ্বরগণ ও সকলে সৰ্ব্বোপরিস্থের সন্তান বট ; কিন্তু ৭ 114