বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'Ᏹ Ꮌ Ꭽ দায়ুদের গীত। [৮৬ গীত । এবণ সমস্ত ক্রোধ সম্বরণ করিয়া প্রজ্বলিত কোপহইতে ৩ নিবৃত্ত হইয়াছিল। হে অামাদের ত্রাণকর্তা ঈশ্বর, এখন আমাদের ৪ প্রতি ফির, এবণ অামাদের প্রতি তোমার ক্রোধ নিবৃত্ত কর। আমাদের প্রতি কি সৰ্ব্বদা ক্রোধান্বিত ও থাকিবা? ও পুরুষানুক্রমেই কি তোমার কোপ নিবৃত্ত হইবে না? তুমি কি ফিরিয়া অামাদিগকে সজীব করিবণ না ? তোমাতে আনন্দ করিতে আপন প্রজাদিগকে ৬ কি দিব। না ? হে পরমেশ্বর, অামাদের প্রতি অাপন অনুগ্রহ প্রকাশ কর, ও তোমাহইতে আমাদের পরিত্ৰাণ হউক । প্রভু পরমেশ্বর যাহা কহিবেন, আমি তাহাই শুনিব, কেননা তিনি আপন প্রজাদিগকে ও অাপন পুণ্যবানদিগকে মঙ্গলের কথা কহিবেন, কিন্তু তাহারা পুনৰ্ব্বার অজ্ঞানতার প্রতি না ফিরুক। পরিত্রাণ র্তাহার ভয়কারি লোকদের নিকটবৰ্ত্তা,ইহা- ১ তে আমাদের দেশ প্রতাপের বাসস্থান হয়। অনুগ্রহ ১৭ ও সত্যতা পরল্পর সাক্ষাৎ করে, এবণ ধৰ্ম্ম ও শান্তি পরল্পর চুম্বন করে। পৃথিবীহইতে সত্যতার অঙ্কুর উঠে, ১১ ও স্বৰ্গহইতে ধৰ্ম্ম দৃষ্টিপাত করে। পরমেশ্বর মঙ্গল ১২ করিবেন, এব০ অামাদের দেশ অাপন ফল ফলিবে । এবণ ধৰ্ম্ম তাহার অগ্রগামী হইবে, ও নিজ পদচিহ্ন- ১৩ দ্বারা রাজপথ প্রস্তুত করবে। a b ৮৬ গীত । দায়ুদের প্রার্থন । হে পরমেশ্বর, কর্ণ পাতিয়া আমার নিবেদন শুন, যে- ১ হেতুক আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষণ কর, ২ 118