বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৬ গীত।] দায়ুদের গীত। 2 * > কেননা আমি পুণ্যবান ; হে আমার ঈশ্বর, তোমার ৩ প্রত্যাশাকারি দাসকে পরিত্রাণ কর । হে প্রভো, আমি সমস্ত দিন তোমার কাছে প্রার্থনা করি, অামাকে দয়া ৪ কর। হে প্রভো, আমি উদ্বদিগে তোমার প্রতি মন ও রাখি, নিজ দাসের মন আনন্দিত কর। হে প্রভো, তুমি মঙ্গলদাতা ও ক্ষমাবান, এবণ যত লোক তোমার কাছে প্রার্থনা করে, সেই সকলের প্রতি তুমি অনুগ্রহের শু নিধিস্বরূপ। হে পরমেশ্বর, কর্ণ পাতিয়া আমার প্রার্থন ৭ শুন, ও আমার বিনতি বাক্যে মনোযোগ কর। তুমি অামাকে উত্তর দিবা, এই জন্যে আমি বিপদের সময়ে ৮ তোমার কাছে প্রার্থনা করিব। হে প্রভো, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই, এবণ তোমার কৰ্ম্মতুল্য ৯ কাহারে কৰ্ম্ম নাই। হে প্রভো, তোমার সৃষ্ট তাবজ্জাতীয় লোকেরণ তোমার সাক্ষাতে অগসিয়া প্রণাম করিবে ১০ ও তোমার নামের গৌরব প্রকাশ করবে। কেননা তুমি মহান ও আশ্চৰ্য্য কৰ্ম্মকৰ্ত্ত ও অদ্বিতীয় ঈশ্বর। ১১ হে পরমেশ্বর, তোমার পথ আমাকে জ্ঞাত কর, তাহাতে অামি তোমার সত্য পথে গমন করিব ; তোমার নামে ১২ ভয় করিতে আমার মনকে একাগ্র কর। হে আমার প্রভো ঈশ্বর, আমি সৰ্ব্বান্তঃকরণের সহিত তোমার প্রশ°Nসা করিব, এ বণ সদাকাল পর্য্যন্ত তোমার নামের ১৩ গৌরব প্রকাশ করিব। কেননা আমার প্রতি তোমার বড় অনুগ্রহ আছে, ও তুমি নীচস্থ পরলোকহইতে ১৪ অামার প্রাণ উদ্ধার করিয়াছ। হে ঈশ্বর, অহঙ্কারিগণ আমার বিরুদ্ধে উঠিতেছে, ও উপদুবি লোকদের জনতা আমার প্রাণহি৭সার চেষ্টা করিতেছে, এবণ আপনা১৫ দের গোচরে ঈশ্বরকে রাখে না। কিন্তু হে প্রভো, তুমি কৃপাময় ও দয়ালু ঈশ্বর ও অতি সহিষ্ণু এবং অনুগ্রহে 119