বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* f@ ] দায়ুদের গীত । * R A ৮৮ গীত । মুমূর্ষ লোকের প্রার্থনা। কোরহীয় বংশের গানার্থক ধর্মগীত । প্রধান বাদ্য করকে দাতব্য মহলৎ-লিয়ন্নোহ নামক স্বরযুক্ত ইষুহিীয় হেমনের উপদেশগীত। ১ হে আমার ত্রাণকর্তা পরমেশ্বর, আমি দিলারাত্রি তো২ মার কাছে বিনয় করিতেছি । অণপনকার গোচরে আমার প্রার্থনা উপস্থিত হইতে দেও ; আমার কাকু৩ জিতে কৰ্ণ দেও। আমার মন দুঃখেতে পরিপূর্ণ, ও ৪ অামার প্রাণ পরলোকের নিকটবর্তী। আমি কবরে নামিতে উদ্যত লোকদের মধ্যে গণিত হইতেছি, ও ৫ নিঃশক্তি মানুষের ন্যায় হইতেছি। আমি মৃত লোকদের মধ্যে পরিত্যক্ত, এবং তুমি নিজ হস্তদ্বারা উচ্ছিন্ন যে লোকদিগকে অার স্মরণ করব না, সেই হত ও ও কবরস্থ লোকদের সদৃশ হইতেছি। তুমি আমাকে অতি নীচ গর্তে ও অন্ধকারে ও গভীর স্থানে রাখি৭ তেছ ; এব০ অামার উপরে তোমার ক্রোধের ভার থাকে ; তুমি আপনার সমস্ত তরঙ্গদ্বারা আমাকে দুঃখ ৮ দিতেছ। সেল। এবপ বন্ধুগণকে আমার নিকটস্থ হতে দূর করিয়া তাহীদের জ্ঞানে আমাকে হেয় করতেছ ; ৯ অামি রুদ্ধ আছি, নির্গত হইতে পারি না। দুঃখেতে iমার চক্ষু নিস্তেজ হইতেছে ; হে ঈশ্বর, অামি প্রতিদিন তোমাকে আহ্বান করিয়া তোমার উদেশে হস্ত ১০ বিস্তার করিতেছি। তুমি কি মৃত লোকদের প্রতি আশ্চৰ্য্য কৰ্ম্ম প্রকাশ করিব ? মৃত লোকের কি উঠিয়া ১১ তোমার গুণানুবাদ করিবে ? সেলা । কবরের মধ্যে তোমার অনুগ্রহ ও বিনাশস্থানে তোমার সত্যতা কি ১২ প্রকাশ পাইবে ? এব০ অন্ধকারে তোমার আশ্চৰ্য্য в. т. s.) м 121