S & 3. দায়ুদের গীত । [৮৯ গীত । কৰ্ম্ম ও বিস্মৃতিদেশে তোমার ধৰ্ম্ম কি জ্ঞাত হইবে ? হে পরমেশ্বর, আমি তোমাকে আহ্বান করি, ও প্রাতঃ- ১৩ কালে আমার প্রার্থনা তোমার অগ্রবন্তী হয়। হে পরমেশ্বর, তুমি আমার প্রাণকে কেন ত্যাগ করিতেছ? ও আমাহইতে আপন মুখ কেন লুক্কারিত করিতেছ? আমি বাল্যকালাবধি দুঃখী ও মৃতকল্প আছি, ও তোমাদ্বারা মহাভয়গ্রস্ত হইয়া উন্মন হইতেছি । তোমার কোপ রূপ ঢেউ অামার উপর দিয়া ঘাইতেছে, ও তোমার ভয়ানক কৰ্ম্ম অামাকে স^হার করিতেছে, এ বণ সমস্ত দিন জলের ন্যায় আমাকে ঘেরিতেছে, ও একত্র হইয়। অামাকে বেষ্টন করিতেছে। তুমি প্রিয় বন্ধুকে ও সুহৃৎকে আমাহইতে দূর করিয়াছ ; অন্ধকারই অামার আত্মীয় হইল। ৮১ গীত । ১ আভাষ, ৫ ও পরমেশ্বরের গুণানুবাদ, ১৯ ও দাযুদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞ, ৩৮ ও দুঃখের বিষয়ে বিলাপ, ৪৬ ও প্রার্থনা ৷ ইষুহিীয় এথনের উপদেশগীত। আমি চিরকাল পরমেশ্বরের বহুবিধ অনুগ্রহ গান করিব, ও পুরুষানুক্রমে নিজ মুথে তাহার বিশ্বস্ততা ব্যক্ত করব । আমি কহি, অনুগ্রহরুপ মন্দির সদাকাল পৰ্য্যন্ত বৃদ্ধি পাইবে, এব^ তুমি আপন বিশ্বস্ততাকে আকাশে বদ্ধমূল করিব । * আমি আপন মনোনীত ব্যক্তির সহিত নিয়ম করিলাম, ও নিজ দাস দায়ুদের প্রতি এই শপথ করিলাম, আমি সদাকাল পর্য্যন্ত তোমার ব^শ স্থাপন করিব, ও পুরুষানুক্রমে তোমার সি°Nহাসন স্থির রাগিব।” সেলা । হে পরমেশ্বর, স্বর্গে তোমার আশ্চৰ্য্য কৰ্ম্ম ও পুণ্য 122 Y 3 > & S >br
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/১২৮
অবয়ব