পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৯ গীত ] দায়দের গীত। S & 3) 3 b

  • >

> R "> ○ o 3 ○○は సి 》

  • レー
  • >

বান লোকদের মণ্ডলীর মধ্যে তোমার বিশ্বস্ততা প্রশ৭সিত হয়। স্বর্ণে পরমেশ্বরের সহিত কে উপম ধরিতে পারে ; ও ঈশ্বরীয় সন্তানদের মধ্যে পরমেশ্বরের তুল্য বা কে আছে ? ঈশ্বর পূণ্যবানদের সভাতে অতি ভয়ঙ্কর, ও তাহার চতুৰ্দ্দিকস্থিত সকল লোকের কাছে ভয়াহ। হে সৈন্যাধ্যক্ষ প্রভো পরমেশ্বর, তোমার সমান কে আছে ? হে পরমেশ্বর, তুমি বলবান ও তোমার বিশ্বস্ততা তোমার চতুদিগে অাছে। তুমি দৰ্পকারি সমুদ্রের উপরে কর্তৃত্ব করিতেছ, তুমি তাহার উত্থিত প্রবল তরঙ্গ শান্ত করিয়া থাক। তুমি রহকে হত ব্যক্তির ন্যায় চূর্ণ করিয়াছ, এবণ নিজ বলবান বাহুদ্বারা আপন শত্রগণকে ছিন্নভিন্ন করিয়াছ। আকাশমণ্ডল তোমার, এবং পৃথিবীও তোমার ; এই জগৎ ও তন্মধ্যস্থ তাবৎ বস্তু তোমার স্থাপিত। তুমি উত্তর ও দক্ষিণদিগের সৃষ্টি করিয়াছ ; তবোর ও হর্মোণ তোমার নামে উল্লাসগুৱনি করে। তোমার বাহু বলবান ও তোমার হস্ত শক্তিমান ও তোমার দক্ষিণ হস্ত উচ্চতর। ন্যায় ও সুবিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল, অনুগ্রহ ও সত্যতা তোমার অগ্রগামী। যে লোকেরা আনন্দধ্বনি জ্ঞাত অাছে তাহারণ ধন্য ; কেননা হে পরমেশ্বর, তাহারা তোমার মুথের দীপ্তিতে গমনাগমন করে ; এব০ সমস্ত দিন তোমার নামে উল্লাসিত থাকে, এব° তোমার দন্ত পুণ্যে উন্নত হয় ; যেহেতুক তুমিই তাহদের বলযুক্ত ভূষণস্বরূপ, ও তোমার তুষ্টিদ্বারা আমাদের বল বৃদ্ধি পায়। পরমেশ্বর অামাদের ঢালস্বরূপ ও ইসুয়েলের ধৰ্ম্মস্বরূপ ঈশ্বর আমাদের রাজ" | তখন তুমি নিজ পুণ্যবান ব্যক্তিকে দর্শন দিয়া এই MI 2 123