পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ গীত।] দায়ূদের গীত । ? R.) ১২ গীত । ১ ঈশ্বরের গুণানুবাদ, ৬ ও পাপিদের দুঃখ, ১ ২ ও পুণ্যবানদের সুখ। বিশ্রামদিনের নিমিত্তে গানার্থক ধর্মগীত । ১ পরমেশ্বরের প্রশ৭সা করা উত্তম ; হে সৰ্ব্বোপরিস্থ, ২ তোমার নামে গান করা, এব°N দশতন্ত্রীতে ও নেবল ৩ যন্ত্রে ও গম্ভীরস্বর বীণাতে প্রাতঃকালে তোমার অনুগ্রহ ও রাত্রিকালে তোমার সত্যতা প্রকাশ করণ উত্তম । ৪ হে পরমেশ্বর, তুমি অাপন কৰ্ম্ম দ্বারা আমাকে অণহলাদিত করিতেছ ; তোমার হস্তকৃত কৰ্ম্মেতে আমি ৫ উল্লাসিত হইতেছি । হে পরমেশ্বর, তোমার কৰ্ম্ম কে মন মহৎ । তোমার কল্পনা সকল অতি গভীর। শু দুষ্টগণ তৃণের ন্যায় বৃদ্ধি পাইলে ও দুষ্কৰ্ম্মকারি সকল প্রফুল্ল হইলে তাহাদিগকে নিত্যস্থায়ি বিনাশ ৭ পাইতে হইবে ; ইহা পশুবৎ লোক কুবে না, ও ৮ অজ্ঞান ব্যক্তি এমন বিবেচনা করে না । হে পরমেশ্বর, ৯ সদাকাল তুমি উন্নত আছ। হে পরমেশ্বর, দেখ, তোমার শত্ৰু তোমার তাবৎ শত্ৰু বিনষ্ট হইবে, ও তাবৎ ১০ কুকৰ্ম্মকারী ছিন্ন ভিন্ন হইবে । কিন্তু তুমি গণ্ডারের শৃঙ্গবৎ আমার শৃঙ্গ উচ্চ করিবা, আমি সদ্যোজাত ১১ তৈলে অভিষিক্ত হইব। এব^ আমার চক্ষু শত্রুর প্রতিফল অবলোকন করিবে, ও অামার কর্ণ অামার বিপক্ষ দুষ্টগণের বিনাশের কথা শ্রবণ করিবে। ১২ পূণ্যবান লোক তালবৃক্ষের ন্যায় প্রফুল্ল হইবে, ও ১৩ লিবানোনের এর বৃক্ষের ন্যায় বৃদ্ধি পাইবে । তাহারা পরমেশ্বরের বাটীতে রোপিত হইবে, ও অামা১৪ দের ঈশ্বরের প্রাঙ্গণে প্রফুল্ল হইবে। এব^ প্রাচীনা ১৫ বস্থাতেও ফলবান ও সরস ও তেজস্বী থাকিয়া অামা129