দায়দের গীত। [৯৩,৯৪ গীত । ס סא כי দের পর্বতস্বরূপ পরমেশ্বর যে যথার্থ, তাহার মধ্যে কোন অযাথার্থ্য নাই, ইহা প্রকাশ করবে। ৯৩ গীত । ঈশ্বরীয় রাজ্যের সৌন্দর্য্য ও সুখের বর্ণনা। পরমেশ্বর মহিমারুপ বস্ত্র পরিহিত হইয়ণ রাজত্ব করেন, ও পরমেশ্বর পরাক্রমরূপ বস্ত্র পরিহিত ও বদ্ধকটি হন ; এ কারণ জগৎ স্থাপিত আছে, বিচলিত হয় না। হে পরমেশ্বর, তুমি অনাদি ও তোমার সি--- হাসন অতি পূৰ্ব্বকালাবধি স্থাপিত আছে। নদী সকল কল্লোলধ্বনি করিতেছে, নদী সকল কল্লোলধ্বনি করিতেছে, ও নদী প্রবল তরঙ্গ তুলিতেছে। কিন্তু জলসমূহ হের গৰ্জ্জন ও সমুদের বলবান তরঙ্গ অপেক্ষাও উপরিস্থ পরমেশ্বর অধিক বলবান । তোমার সপ্রমাণ বাক্য অতি সত্য ; হে পরমেশ্বর, ধৰ্ম্ম সৰ্ব্বদাই তোমার গৃহের শোভা হইতেছে। - ১৪ গীত । ১ পাপি লোকদের বিরুদ্ধে প্রার্থনা, ৮ ও তাহীদের প্রতি অনুযোগ, ১৬ ও ধামিকদের সুখের বর্ণ না । হে প্রতিফলদাতা প্রভো পরমেশ্বর, হে উচিত ফলদাতা ঈশ্বর, দীপ্তি প্রকাশ কর। হে পৃথিবীর বিচারাধ্যক্ষ, উঠিয়া অহঙ্কারিদিগকে প্রতিফল দেও। হে পরমেশ্বর, দুষ্টগণ কত কাল, দুষ্টগণ কত কাল দন্ত করিবে ? কুকমু কারি সকল কত আহ০\কার বাক্য উচ্চারণ ও প্রকাশ করিয়া আত্মশ্লাঘা করিবে ? হে পরমেশ্বর, তাহারণ তোমার লোকদিগকে 貿 করে, ও তোমার প্রজাদিগকে ক্লেশ দেয় ; এবণ বিধবাগণকে ও অতিথিদিগকে বধ 130
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/১৩৬
অবয়ব