পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৪ গীত । ] দায়দের গীত । > ○○ ৭ করে, ও পিতৃহীনদিগকে হত্যা করে। ও বলে, পরমেশ্বর- দেখিতে পান না, এব^ যাকূবের ঈশ্বর বিবেচনা করেন না । ৮ হে লোকদের মধ্যে মূঢ়গণ, তোমরা বুদ্ধিমান হও । ১ হে অজ্ঞানেরা, কথন জ্ঞানবান হইব ? যিনি কর্ণের সৃষ্টিকর্তা, তিনি কি শুনেন না ? যিনি চক্ষুর নিৰ্ম্মাণকৰ্ত্তা ১০ তিনি কি দেখেন না ? যিনি তাবজ্জাতীয়দিগকে শান্তি দেন ও তাবৎ মনুষ্যকে জ্ঞান বুঝাইয় দেন, তিনি কি ১১ শাসন করেন না ; পরমেশ্বর মসুয্যের কল্পনা জ্ঞাত ১২ অাছেন, কেননা তাহারণ আসার। হে পরমেশ্বর, তুমি যাহাকে শাসন কর এব°N আপন শাস্ত্রহইতে শিক্ষা ১৩ দেও, সে ধন্য। কেননা দুষ্টদের নিমিত্তে যাবৎ কবর খনিত না হইবে, তাবৎ ভূমি তাহাকে বিপদসময়ে ১৪ বিশ্রাম দিব। পরমেশ্বর অাপন লোকদিগকে ছাড়িয়া দিবেন না, ও অাপন অধিকার ত্যাগ করবেন না। ১৫ অবশ্য ধৰ্ম্মের পক্ষে কর্তৃত্ব ফিরিবে, ও সরলান্তঃকরণ লোকেরণ তাহার পশ্চাদগামী হইবে। ১১ কে আমার পক্ষ হইয়া দুষ্টগণের প্রতিকূলে উঠিবে ? ও কে আমার পক্ষ হইয়া কুকৰ্ম্মকারিদের বিরুদ্ধে ১৭ দণ্ডায়মান হইবে 2 পরমেশ্বর যদি আমার উপকারী ন হইতেন, তবে আমার প্রাণ শীঘু নীরব স্থানে ১৮ বসতি করিত | হে পরমেশ্বর, অামার চরণ বিচলিত হয়, এ কথা কহিলে তোমার অনুগ্রহ আমাকে সৃস্থির ১৯ রাখে। অামার আন্তরিক ভাবনার বাহুল্যকালে তোমার সান্তুনার বাক্য সকল আমার মনকে আহলাদিত ২০ করে। বিধিদ্বারা উপদ্রবকে প্রচলিত করে যে দুষ্টতার সি°Nহাসন, তাহার সহিত তোমার কি কোন मक्कड़ी ২১ অাছে ? তাহারা ধাৰ্ম্মিকদের প্রাণ আক্রমণ করে, ও 131