পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○* দায়ুদের গীত । [৯৫ গীত । নিদোষ ব্যক্তিকে রক্তপাতের দোয় দেয়। কিন্তু পর- ২২ মেশ্বর আমার উচ্চ দুর্গ, ও ঈশ্বর অামার আশ্রয় পৰ্ব্বতস্বরূপ । তিনি তাহণদের অপরাধ তাহাদিগের উপরে ২৩ ৱৰ্ভাইবেন, ও তাহণদের দুস্টতাতে তাহাদিগকে উচ্ছিন্ন করবেন ; আমাদের প্রভু পরমেশ্বর তাহাদিগকে উচ্ছিন্ন করবেন। ১৫ গীত । ১ ঈশ্বরের প্রশংসা করিতে বিনতি, ৬ ও অন্যজ্ঞাবহ হওনের দণ্ড । অশক্টস, অণমরণ পরমেশ্বরের উদেশে অগনন্দধ্বনি করি, ১ ও তামাদের ত্রাণরূপ পৰ্ব্বতের উদেশে অগনন্দগান করি। আমরা তাহার ধন্যবাদ করিতে ২ তাহার ২ সমুথে গমন করি, ও তাহার উদ্দেশে গীতদ্বারা অানন্দধ্বনি করি। কেননা পরমেশ্বর মহান ঈশ্বর ও ৩ তাবৎ দেবতার উপরে মহারাজ। পৃথিবীর তাবৎ ৪ নীচ স্থান র্তাহার হস্তগত, এবণ পৰ্ব্বতের তাবৎ দৃঢ় স্থান র্তাহার অধিকার। সমুদ্রও তাহার, তিনি তাহ ৫ সৃষ্টি করিয়াছেন, ও র্তাহার হস্ত শুষ্ক ভূমি নিৰ্ম্মাণ করিয়াছে। আইস, আমরা আপনাদের সৃষ্টিকর্তা পরমেশ্বরকে ও প্রণাম করি, ও হাঁটু পাতিয় তাহার ভজনা করি। কেননা তিনি আমাদের ঈশ্বর, ও আমরা তাহার পাল- ৭ স্বরূপ প্রজা ও র্তাহার হস্তগত মেষ । অদ্য তোমরা যদি তাহার কথা শুনিতে ইচ্ছা কর, তবে যেমন মিরীবা ৮ ( বিবাদের ) স্থানে ও প্রান্তরের মধ্যে মঃসার ( পরীজুলার ) দিবসে, তেমনি অণপন ২ অন্তঃকরণ কটিন করিও না। কেননা তোমাদের পূৰ্ব্বপুরুষেরা আমার ৯ বিষয়ে বিচার করিয়া আমার কমু দেখিলেও অামার 132