পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

By- नवृएनह গীত । [৮, ৯ গীত। ৮ গীত । ১ ঈশ্বরের গুণ, ৩ ও মনুষ্যের প্রতি র্তাহার অনুগ্রহের প্রশংসা। প্রধান বাদ্যকরকে দাতব্য গিৰ্ত্তীৎ নামক স্বরযুক্ত দায়ুদের এক ধর্মগীত। হে আমাদের প্রভো পরমেশ্বর, সমস্ত পৃথিবীতে তো- ১ মার নাম কেমন আদরণীয় ! গগনের উৰ্দ্ধেও তোমার প্রতাপ স্থাপিত হইয়াছে। তুমি আপন বৈরিগণের ২ নিমিত্তে অর্থাৎ শজু ও হি°Nসাকারিকে দমনের নিমিত্তে বালক ও দুগ্ধপোষ্য শিশুদের মুখহইতে জয়ধ্বনি প্রকাশ করিতেছ। তোমার অঙ্গুলীদ্বারা নিৰ্ম্মিত যে আকাশমণ্ডল, ও ৩ তোমাকর্তৃক স্থাপিত যে চন্দ্র ও তারাগণ, তাহ নিরীক্ষণ করিলে আমি বলি, মত্য কে, যে তুমি তাহাকে ৪ স্মরণ কর । এবণ মনুষ্যসন্তানই বা কে, যে তাহার তত্ত্বাবধারণ কর । তুমি দিব্য দূতগণ অপেক্ষণ তাহাকে ৫ অল্প (কাল ) নূ্যন করিয়াছ, ও গৌরব ও ঐশ্বৰ্য্যরূপ মুকুটেতে বিভূষিত করিয়াছ। তোমার হস্তকত তাবৎ ৪ বস্তুর উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ। এবণ সকল বস্তু, ৭ অর্থাৎ গো মেষাদি সকল ও বন্য পশুগণ ও গোচর ৮ পক্ষী ও সমুদ্রের মৎস্য ও জলচর জন্তু সকল তাহার পদতলস্থ করিয়াছ। হে আমাদের প্রভো পরমেশ্বর, ৯ সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন আদরণীয়। ১ গীত । ১ জয়ের নিমিত্তে ঈশ্বরের প্রশংসা, ১৩ ও ভাবি উপকারের জন্যে প্রার্থনা ৷ প্রধান বাদ্যকরকে দাতব্য পুত্রের মরণ নামে স্বরযুক্ত দায়ুদের এক ধর্মগীত। হে পরমেশ্বর, আমি সৰ্ব্বান্তঃকরণের সহিত তোমার ১ 8