বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০০,১০১ গীত ।] দায়ুদের গীত । "> ○ ? ১০০ গীত । মহিমা ও পর্যক্রম ও অনুগ্রহের নিমিত্তে ঈশ্বরের প্রশংসা। প্রশ৭ সার্থক ধর্মগীত। ১ হে পৃথিবীস্থ সকলে, তোমরা পরমেশ্বরের উদেশে ২ জয়ধ্বনি কর ; এবণ আনন্দিত হইয়া পরমেশ্বরের সেবা কর, ও হর্ষনাদ করিতে ২ তাহার সম্মুথে গমন ৩ কর । এবণ পরমেশ্বর সত্য ঈশ্বর, ইহা জ্ঞাত হও ; আমাদের সৃষ্টি তিনি করিয়াছেন, আমরা করি নাই ; আমরা তাহার প্রজা ও র্তাহার ক্ষেত্রের মেষস্বরূপ। ৪ তোমরা প্রশ৭ সাতে র্তাহার দ্বারে ও ধন্যবাদেতে র্তাহার প্রাঙ্গণে প্রবেশ কর, ও তাহার প্রশ^সা ৫ কর ও র্তাহার নামের গুণানুবাদ কর । কেননা পরমেশ্বর মঙ্গলদাতা, এবণ র্তাহার অনুগ্রহ নিত্য, ও র্তাহার সত্যতা পুরুষানুক্রমে স্থায়ী। ১০১ গীত । দাযুদের মানত ও প্রতিজ্ঞ । দায়ুদের ধর্মগীত । অামি অনুগ্রহের ও দণ্ডাজ্ঞার বিষয়ে গান করিব ; হে ২ পরমেশ্বর, তোমারই উদেশে গান করিব। আমি সাবধান হইয়া সরল পথে গমন করিব ; তুমি অামার নিকটে কৰে আগমন করিব ? আমার গৃহমধ্যে আমি ৩ সরল ভাবে আচরণ করিব ; কোন মন্দ বিষয় লক্ষ্য করিব না, ও বিপথগমন ঘৃণা করিয়া তাহাতে লিপ্ত ৪ হইৰ না। কুটিলান্তঃকরণ লোক আমাহইতে দূরীকত হইবে, ও অামি দুষ্ট লোকের সহিত আলাপ করিব ৫ না। যে জন গোপনে নিজ প্রতিবাসির অপবাদ করে, N 3 137 o