পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○ レア দায়ূনের গীত । [১০২ গীত। তাহাকে উচ্ছিন্ন করিব ; যাহার সাহস্কার দৃষ্টি ও গৰ্ব্বিত মন, তাহার প্রতি সহিষ্ণু হইব না। দেশের বিশ্বস্ত লোক যেন অামার সহিত বাস করে, তন্নিমিত্তে তাহার প্রতি আমার দৃষ্টি থাকিবে ; যে জন সরল পথাবলম্বী, সেই আমার সেবা করিবে । কিন্তু প্রবঞ্চনাকারী আমার গৃহে বাস করিতে পাইবে না, এবণ মিথ্যাবাদী অামার সাক্ষাতে থাকিতে পাইবে না। প্রতি প্রভাতে আমি দেশের দুর্জনদিগকে উচ্ছিন্ন করিব, তাহাতে পরমেশ্বরের নগর হইতে কুকৰ্ম্মকারিরা ছিন্নভিন্ন হইবে। ১০২ গীত । পরমেশ্বরের কাছে বিনয় কারি অবসন্ন দুঃখি লোকের নিবেদন । হে পরমেশ্বর, অামার প্রার্থন শুন, ও আমার অার্তনাদ তোমার কর্ণগোচর হউক। বিপদের দিনে অণমাহইতে আপন মুখ আচ্ছাদন করিও না, অামার নিবেদনের প্রতি কৰ্ণপাত কর, ও অামার প্রার্থনা করণ সময়ে ত্বরায় অামাকে উত্তর দেও ! কেননা অামার দিন সকল ধূমের ন্যায় ক্ষয় পায়, ও আমার অস্থি সকল দগ্ধ কাষ্ঠের ন্যায় উত্তপ্ত হয়। এবs অামার অন্তঃকরণ তৃণের ন্যায় দলিত ও শুষ্ক হওয়াতে আমি আহার করিতে বিস্মত হই। এব^ হাহাকার শব্দ করাতে আমার অস্থি চৰ্ম্ম বিদ্ধ করে। আমি প্রান্তরস্থ হাড়গিলার তুল্য ও উচ্ছিন্ন স্থানের পেচকের ন্যায় হই। এবণ ছাতের উপরিস্থ সঙ্গিহীন চটকের ন্যায় হইয়া জাগ্রৎ থাকি। আমার শত্ৰুগণ সমস্ত দিন আমাকে নিন্দ করে, ও অামার বিরুদ্ধে ক্রোধান্ধ লোকের 138