১০২ গীত ।] দায়দের গীত । ○○> ৯ আমার প্রতিকূলে শপথ করে। তোমার প্রচণ্ড ক্রোধ ও কোপ প্রযুক্ত আমি অন্নের ন্যায় ভস্ম ভক্ষণ করি, ১০ এবণ পানীয়ের সহিত চক্ষুর জল পান করি। তুমি অগ্রে আমাকে উঠাইয় পরে অধঃক্ষেপণ করিলা । ১১ অপরাহের ছায়ার ন্যায় অণমার দিন যায়, আমি তৃণের ন্যায় শুষ্ক হই । ...” ১২ হে পরমেশ্বর, তুমি সৰ্ব্বদা সি°Nহাসনোপবিষ্ট থা১৩ কিৰণ, ও তোমার স্মরণ পুরুষানুক্রমে স্থায়ী। তুমি উঠিয়া সিয়োনের প্রতি কৃপা করিব ; তাহার প্রতি দয়া করণের সময় অর্থাৎ নিরূপিত সময় উপস্থিত ১৪ হইল। যেহেতুক তোমার সেবকগণ তাহার প্রস্তরেতে ১৫ তুষ্ট ও তাহার ধূলাতে দয়া হইতেছে। তাহাতে অন্যজাতীয়ের পরমেশ্বরের নামে ও পৃথিবীর তাবৎ ১৬ রাজা তাহার মহিমাতে ভীত হইবে । কেননা পরমেশ্বর সিয়োন গাথিয় আপন মহিমাতে দর্শন দিবেন ; ১৭ ও দীনহীনদিগের প্রার্থনা গ্রাহ করিবেন, তাহাদের ১৮ নিবেদন তুচ্ছ করিবেন না। ভাবি ব^শের নিমিত্তে ইহা লিথিত হইতেছে ; যে লোকের সৃষ্ট হইবে, তাহারা ১৯ পরমেশ্বরের গুণানুবাদ করিবে। কেননা পরমেশ্বর আপন উচ্চ ধৰ্ম্মধামহইতে দৃষ্টিপাত করিয়া স্বৰ্গহইতে ২• পৃথিবীকে অবলোকন করিয়া বন্দি লোকের হাহাকার ২১ শুনিবেন, ও মৃতকল্পদিগকে মুক্ত করবেন। তাহাতে পরমেশ্বরের সেবা করুণার্থে সৰ্ব্বদেশীয় ও সৰ্ব্বরাষ্ট্রীয় ২২ লোকের একত্র হইলে, সিয়োনে ঈশ্বরের নাম ও যিরশালমে র্তাহার প্রশ৭সা প্রকাশিত হইবে। ২৩ তিনি পথের মধ্যে আমার বলের হ্রাস ও দিবসের ২৪ ক্ষয় করিতেছেন। অতএব আমি কহি, হে অামার ঈশ্বর, আয়ুর অৰ্দ্ধেক থাকিতে আমাকে মৃত্যুতে সমর্পণ 139
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/১৪৫
অবয়ব