পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 8 o দাস্থদের গীত । [১০৩ গীত । করিও না ; তোমার বৎসর পুরুষানুক্রমে নূতন। তুমি ২৫ আদিতে পথিবীর মূল স্থাপন করিয়াছ, এব^ আকাশমণ্ডল তোমার হস্তকৃত। উভয়ই বিনষ্ট হইবে, কিন্তু ২s তুমি নিত্য ; সে সমস্ত বস্ত্রের ন্যায় জৰ্জ্জরীভত হইবে, এব^ তুমি বস্ত্রের ন্যায় খুলিলে তাহার পরিবর্তন হইবে। কিন্তু তুমি নিত্য, তোমার বৎসরের ক্ষয় ২৭ কদাচ হইবে না । তোমার সেবকদের সন্তানগণ থা- ২৮ কিবে, এব° তাহাদের বণশ তোমার সাক্ষাতে স্থির থাকিবে । ১০৩ গীত । দয়া ও অনুগ্রহের নিমিত্তে পরমেশ্বরের প্রশংসা করিতে বিনতি । দায়ূদের গীত । হে অামার মন, পরমেশ্বরের ধন্যবাদ কর ; হে আ - ১ মার অন্তরস্থ সকল, র্তাহার পবিত্র নামের ধন্যবাদ কর । হে আমার মন, পরমেশ্বরের ধন্যবাদ কর, ও ২ র্তাহার সকল হিতকৰ্ম্ম বিস্মৃত হইও না। তিনি তোমার ও তাবৎ অপরাধ মাৰ্জ্জন করেন, ও তোমার সকল রোগের শান্তি করেন এবণ\ বিনাশহইতে তোমার ৪ প্রাণকে উদ্ধার করেন, এবণ অনুগ্রহ ও দয়ারূপ মুকুটেতে তোমাকে ভূষিত করেন ; এবণ উত্তম দ্রব্যে ৫ তোমার মুথকে তৃপ্ত করেন । তাহাতে উৎক্রোশ পক্ষির ন্যায় পুনৰ্ব্বার তোমার নূতন যৌবন হয়। পরমেশ্বর ন্যায় সাধন করেন, ও তাবৎ উপদ্রুত ও লোকের নিমিত্তে বিচার নিকপত্তি করেন। তিনি মূসাকে ৭ আপনার পথ ও ইসুয়েল ব^শকে আপনার কৰ্ম্ম জানাইয়াছেন। পরমেশ্বর কৃপাময় ও দয়ালু এৰণ ৮ ক্ৰোধে ধীর ও অনুগ্ৰহেতে মহান। তিনি নিরন্তর ভঙ্খ- ৯ 140