পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ ত গীত ।] দায়ুদের গীত। * 3 × ১০ সন করেন না, ও সৰ্ব্বদা অসন্তুষ্ট থাকেন না। তিনি অামাদের পাপানুসারে আমাদের সহিত ব্যবহার করেন না, ও অামাদের অপরাধানুসারে প্রতিফল ১১ দেন না । কিন্তু পথিবী অপেক্ষা যেমন আকাশমণ্ডল উচ্চ, তদ্রুপ র্তাহার ভয়কারিদের প্রতি র্তাহার অনু১২ গ্রহ বড়। উদয়াচলহইতে যেমন আস্তাচল দূর, তদ্রুপ তিনি অামাদের হইতে আমাদের পাপ সকলকে ১৩ দূর করেন। পুত্রের প্রতি যাদৃশ পিতার স্নেহ, আপন ভয়কারিদের প্রতি পরমেশ্বরেরও তাদৃশ স্নেহ আছে। ১৪ তিনি আমাদের স্বভাব জানেন ; আমরা যে ধূলামাত্র, ১৫ ইহা তাহার স্মরণে থাকে। মর্তের দিন তৃণবৎ, সে ১ ক্ষেত্রপূপের ন্যায় প্রফুল্ল হয়। তাহার উপরে এক বার বায়ু বহিলে সে অার থাকে না ; এবণ কোথায় ১৭ ছিল, তাহার চিহ্নও দৃষ্ট হয় না। কিন্তু আপন ভয়কারিদের প্রতি পরমেশ্বরের অনুগ্রহ আদ্যোপান্ত ১৮ অাছে ; এবণ যাহারা তাহার নিয়ম মানে ও র্তাহার অাজ্ঞা মনে রাথিয়া পালন করে, তাহণদের উপরে ১৯ তাহার ধৰ্ম্ম বPশানুক্রমে বৰ্ত্তে। পরমেশ্বর স্বগের মধ্যে আপনার সিংহাসন স্থাপন করিয়া আপন রাজ্যে সকলের উপরে কর্তৃত্ব করেন। ২০ হে পরমেশ্বরের আজ্ঞাকারি ও বাক্যের রব শ্রবণকারি মহাপরাক্রমি দূতগণ, তোমরা তাহার ধন্যবাদ ২১ কর। হে পরমেশ্বরের সেবাকারি ও র্তাহার অভিমত সাধনকারি সৈন্যগণ, তোমরা তাহার ২২ ধন্যবাদ কর । হে পরমেশ্বরের সৃষ্ট বস্তু সকল, তোমরা তাহার রাজ্যের সৰ্ব্বত্র তাহার ধন্যবাদ কর । হে আমার মন, পরমেশ্বরের ধন্যবাদ কর । 141