পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ - ৪ গীত ।] দায়দের গীত। * 8 J জনক তৈল, ও তাহার হৃদয় দৃঢ়কারি শস্য ইত্যাদি ১৬ খাদ্যদ্রব্য পৃথিবীহইতে উৎপন্ন করেন। পরমেশ্বরের বৃক্ষ সকল, অর্থাৎ লিবানোনের এরসৰ্বক্ষ প্রভূতি যাহ। ২ তিনি রোপণ করিয়াছেন, সে সমস্তই রসেতে ১৭ পরিপূর্ণ। তাহার মধ্যে ক্ষুদ্র পক্ষিগণ বাস করে, ও ১৮ দেবদারু বৃক্ষে বকের বাস আছে। এব^ উচ্চ পৰ্ব্বত বনছাগের অধিকার, ও শৈল সকল শাফন পশুর অাত্ৰয় । ১৯ তিনি কালকে বিশেষ ২ করণার্থে চন্দ্রের সৃষ্টি করিয়াছেন, এব° সূৰ্য্যও আপন অস্তগমনের সময় জানে। ২০ তিনি অন্ধকারদ্বারা রাত্রি উপস্থিত করিলে বন পশু ২১ সকল বহির্গত হয়। তরুণ সি হগণ আহারের নিমিত্তে ২২ গৰ্জ্জন করিয়া ঈশ্বরহইতে খাদ্য চেষ্টা করে। সূর্য্যোদয় হইলে তাহারা ফিরিয়া অাপন ২ গুহাতে শয়ন ৩ করে। তখন মনুষ্য সায়-কাল পর্য্যন্ত অাপন ২ কৰ্ম্মে ২৪ শ্রম করিতে বহির্গত হয়। হে পরমেশ্বর, তোমার কৰ্ম্ম কেমন বহুবিধ ! তুমি জ্ঞানেতে তাবৎ সৃষ্টি করিয়াছ ; এই পৃথিবী তোমার ঐশ্বৰ্য্যেতে পরিপূর্ণ। ২৫ ঐ সমুদ্র দেখ, তাহ কেমন মহৎ ও বিস্তারিত, তন্মধ্যে অসংখ্য জলচর এবণ ক্ষুদ্র ও মহান কত জন্তু থাকে। ২ ত তাহার মধ্যদিয়া জাহাজ চলে, ও খেলা করণের নিমিত্তে তন্মধ্যে তুমি লিবিয়াথনের সৃষ্টি করিয়াছ ১৭ তাহারণ সকলে উচিত কালে তোমার দত্ত খাদ্য পাই৮ বার জন্যে তোমার অপেক্ষা করে। তুমি তাহাদিগকে যাহা দেও তাহা তাহারণ সঞ্চয় করে ; ভূমি আপন হস্ত মুক্ত করিলে তাহার মঙ্গলেতে তৃপ্ত হয়। ২৯ কিন্তু তুমি আপন মুখ আচ্ছাদন করিলে তাহার ব্যাকুল হয়, এবণ তাহাদের প্রাণ অপহরণ করিলে 113