পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৫ গীত।] দায়ুদের গীত। > 3 @ ৭ তিনি আমাদের প্রভু পরমেশ্বর, এবং তাবৎ পৃথি৮ বীতে র্তাহার রাজশাসন আছে । তিনি আপন নিয়ম, অর্থাৎ সহসু পুরুষ পরল্পরকে যে আজ্ঞা করিয়াছেন, ৯ ও ইব্রাহীমের সহিত যে নিয়ম করিয়াছেন, ও ইস্হাকের প্রতি যে শপথ করিয়াছেন, তাহণ সৰ্ব্বদা স্মরণ ১০ করেন। তিনি যাকুবের সহিত এক ব্যবস্থা ও ইসুয়ে১৯ লের সহিত এক চিরস্থায়ি নিয়ম স্থির করিয়া কহিলেন, অামি তোমাকে নিণাত অধিকারার্থে কিনান দেশ ১২ দিব । তৎকালে তাহারা স°২২্যাতে অনেক নয়, অত্যন্ত্র ১৩ ও সেই দেশে প্রবাসী ছিল। এবণ এক অঞ্চলহইতে অন্য অঞ্চলে ও এক রাজ্যহইতে অন্য রাজ্যে ভূমণ ১৪ করিত। তথাপি তিনি তাহাদের উপদ্রব করিতে কাহলকেও দিতেন না, বরণ তাহণদের নিমিত্তে রাজগণকে ১৫ ভৎসনা করিয়া কহিতেন, আমার অভিষিক্তদিগকে স্লশও করিও না, এবং আমার ভবিষ্যদ্বক্তৃগণের হিগস ১৬ করিও না। পরে তিনি পৃথিবীতে দুর্ভিক্ষ আহ্বান ১৭ করিয়া ভক্ষ্যরূপ তাবৎ যটি ভগ্ন করিলেন। কিন্তু তাহাদের অগ্ৰে এক ব্যক্তিকে প্রেরণ করিলেন ; যুষফ ১৮ দাসের ন্যায় বিক্রীত হইল। লোকের বেড়ীদ্বারা তাহার চরণকে ক্লেশ দিল, আর লৌহদ্বারা তাহার প্রাণ ১৯ বিদ্ধ হইল। কিন্তু তাহার কথা সফল হইলে, ও পরমে২০ শ্বরের বাক্যদ্বারা তাহার পরীক্ষণ হইলে পর রাজা লোক পাঠাইয়া তাহাকে উদ্ধার করিল, ও নরপতি ২১ তাহাকে মুক্ত করিল। এবণ ইচ্ছানুসারে রাজপুত্ৰ২২ দিগকে বদ্ধ করিতে ও মন্ত্রিগণকে শিক্ষা দিতে তাহাকে আপন গৃহের কৰ্ত্ত ও সৰ্ব্বস্বের অধ্যক্ষ করিয়া রাগিাল । ২৩ পরে ইস্রায়েল মিসরদেশে গেল ও যাকুব হাম в. т. s.) N 143