পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 3 ○ দায়ুদের গীত। [১০৫ গীত । দেশে প্রবাস করিতে লাগিল। তখন ঈশ্বর অাপন ২৪ লোকদের অতিশয় ব^শবৃদ্ধি করিলেন, ও শত্ৰুগণহইতে তাহাদিগকে বলবন্ত করিলেন। এবণ অাপন ২৫ প্রজাদিগকে ঘৃণা করিতে ও আপন ভৃত্যগণকে বঞ্চন করিতে শত্ৰুদের মনে প্রবৃত্তি দিলেন। পরে নিজ দাস ২৬ মূসাকে ও আপনার মনোনীত হারোণকে পাঠাইলেন। তাহারণ লোকদের মধ্যে র্তাহার চিহ্ন ও হাম ২৭ দেশে অণশচর্য্য কৰ্ম্ম দর্শন করাইল। তিনি অন্ধকার ২৮ প্রেরণ করিলে সকল অন্ধকারময় হইল, তাহাতে (শত্ৰুগণ) তাহার বাক্যের বিরুদ্ধাচরণ করিতে পারিল ন। তিনি তাহণদের তাবৎ জল রক্ত করিয়া মৎস্য- ২৯ গণকে স^হার করিলেন। ও ভূমিজাত অগণ্য ভেক ৩৭ তাহাদের রাজগণের অট্টালিকাতে আইল । এব° ৩১ তাহার আজ্ঞাতে মশকের ব্যাক ও উকুন তাহাদের সমস্ত প্রদেশে উপস্থিত হইল। এবণ তাহাদের দেশে ৩২ বৃষ্টির পরিবর্তে শিলা ও শিখাযুক্ত অগ্নি বর্ষণ করিলেন। এব^ তাহীদের দ্রাক্ষালতা ও ডুমুরবৃক্ষে আঘাত ৩৩ করিয়া তাহাদের তাবৎ প্রদেশের তরু ভগ্ন করিলেন। এব০৯ তাহার আজ্ঞাতে পঙ্গপাল ও অসপ\]্য কীট ৩৪ আগমন করিয়া তাহদের দেশের সমুদায় তৃণ ও ৩৫ ভূমির তাবৎ ফল ভক্ষণ করিল। তিনি তাহাদের ৩৬ প্রধান বলকে অর্থাৎ তাহাদের দেশীয় সমুদয় প্রথমজাত সন্তানকে হনন করিলেন। পরে তিনি সুৱৰ্ণ রৌপ্যের সহিত আপন লোক- ৩৭ দিগকে বহির্গত করিলেন, তাহাদের ব০শের মধ্যে এক জনও দুৰ্ব্বল হইল না। তাহাদের নির্গমনেতে মিস্ট্রয় ৩৮ লোকের অানন্দিত হইল, কেননা তাহারা তাহণদের হইতে ভয়গ্রস্ত ছিল। তিনি আচ্ছাদনের জন্যে মেঘ ৩৯ 146