বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৬ গীত।] দায়ুদের গীত। 》 3 ও রাত্রিতে দীপ্তি দিবার নিমিত্তে অগ্নি বিস্তারিত করি৪• লেন । তাহারণ যাত্না করিলে তিনি ভাটুই পক্ষিগণকে আনাইলেন ও স্বগীয় ভক্ষ্যেতে তাহাদিগকে ৪১ তৃপ্ত করিলেন। তিনি পৰ্ব্বত গুলিলে জল বাহিরে বহিয়া নদীর সুেীতের ন্যায় শুষ্ক প্রদেশে গমন করিল। ৪২। এই রূপে তিনি অ্যাপন পবিত্র প্রতিজ্ঞা ও অাপন ৪৩ সেবক ইব্রাহীমকে মনে করিলেন। এব^ উল্লাসেতে অাপন প্রজাদিগকে ও উচ্চধ্বনিতে আপন মনোনীত ৪৪ লোকদিগকে বাহির করিলেন। তাহারণ যেন তাহার বিধি মান্য করে ও র্তাহার ব্যবস্থা পালন করে, ৪৫ তন্নিমিত্তে তাহাদিগকে অন্যজাতীয়দের ভূমি প্রদান করিলেন, এবং অন্য লোকদের কৰ্ম্মফল তাহাদিগকে ভোগ করাইলেন । পরমেশ্বরের ধন্যবাদ কর । ১০৬ গীত। ঈশ্বরের প্রতি ইস্রায়েল্ লোকদের ব্যবহার বর্ণনা । ১ পরমেশ্বরের ধন্যবাদ কর, ও পরমেশ্বরের প্রশ৭সা কর ; তিনি মঙ্গলদাতা ও র্তাহার অনুগ্রহ নিত্যস্থায়ী। ২ পরমেশ্বরের মহৎকৰ্ম্ম সকল বর্ণনা করা কাহার সাধ্য ? ও র্তাহার তাবৎ প্রশ৭সা প্রকাশ করিতে কে পারে ? ৩ যাহারণ র্তাহার রাজনীতি পালন করে ও সৰ্ব্বদ ৪ ধৰ্ম্মাচরণ করে, তাহারাই ধন্য। হে পরমেশ্বর, তোমার প্রজাদের প্রতি তোমার যে অনুগ্রহ, তদনুসারে আমাকে স্মরণ কর, ও আমার তত্ত্বাবধারণ করিয়া ৫ আগমণকে পরিত্রাণ কর । তাহাতে আণমি তোমার মনোনীতগণের মঙ্গল দেখিতে পাইব, ও তোমার লোকদের আনন্দে আনন্দ করিব, ও তোমার অধি কারের সহিত শ্লাঘা করিব। N 2 - 147