পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8レ দায়ুদের গীত। [১০৬ গীত । আমাদের পূৰ্ব্বপুরুষের ও আমরা পাপ ও অপরাধ ও অধৰ্ম্ম করিয়াছি। আমাদের পূৰ্ব্বপুরুষের মিসরদেশে তোমার আশ্চৰ্য্য কৰ্ম্ম বুঝিল না, ও তোমার প্রচুর অনুগ্রহ স্মরণ করিল না, বরণ সাগরের অর্থাৎ সূফ সাগরের নিকটে বিরুদ্ধাচরণ করিল। তথাপি তিনি আপন নামের গুণে ও আপন মহিমা প্রকাশার্থে তাহাদিগকে পরিত্রাণ করিলেন । তিনি সূফ সাগরকে ধমকাইলে সে শুষ্ক হইল, তাহাতে তিনি প্রান্তরের ন্যায় গভীর সমুদ্রের মধ্য দিয়া তাহাদিগকে গমন করাইলেন। এই রূপে তিনি ঘৃণাকারিদের হস্তহইতে তাহাদিগকে ত্ৰাণ করিলেন, ও শত্ৰুগণের হস্ত হইতে তাহাদিগকে মুক্ত করিলেন । সমুদ্রের জল তাহীদের বৈরিগণকে আচ্ছন্ন করিল, এক জনও অবশিষ্ট রহিল না। তখন তাহারা তাহার বাক্যে বিশ্বাস করিয়া তাহার প্রশ৭সার গান করিতে লাগিল। পরে তাহারা ত্বরায় তাহার কৰ্ম্ম বিস্মৃত হইল, ও র্তাহার উপদেশের অপেক্ষা করিল না। তাহারা প্রান্তরের মধ্যে অত্যন্ত কুলোভ করিল, ও मझडूमि८ड ঈশ্বরের পরীক্ষা লইল । তিনি তাহদের প্রার্থিত তাহাদিগকে দিলেন, কিন্তু তাহণদের মনে ক্ষীণত প্রেরণ করিলেন। তাহারণ শিবিরের মধ্যে মূসাকে ও পরমেশ্বরের পবিত্রীকৃত হারোণকে ঈর্ষা করিতে লাগিল। তাহতে পৃথিবী বিদীর্ণ হইয়া দাথনকে গ্রাস করিল ও আবীরামের দলকে আচ্ছাদন করিল ; এব°N তাহাদের দলের মধ্যে আমি প্রজ্বলিত হইলে তাহার শিখাদ্বারা দুষ্টগণ দগ্ধ হইল। তাহার হোরেব পৰ্ব্বতে ছাঁচে ঢাল গোবৎ সাক্তি এক প্রতিম নিৰ্ম্মাণ করিয়া তাহার পূজা করিল ; এবণ তৃণখাদক গোবৎসের I48 e o o

  • R

o o 3 ●●

  • ) So
  • *

> レー

  • >

R e