পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৭ গীত ] দায়দের গীত। > @ ○ বিপদের সময়ে তাহারা পরমেশ্বরের কাছে কাকূক্তি করিলে তিনি তাহাদিগকে কষ্টহইতে নিস্তার করেন ; ২৯ এবণ বাড়কে নিৰ্ব্বাত করিয়া তরঙ্গ শান্ত করেন। ৩০ তাহাতে তাহারণ শান্তি পাইয়ণ পরমানন্দিত হয় ; এই রূপে তিনি তাহাদিগকে বাঞ্ছিত স্থলে লইয়া ৩১ যান। অতএব তাহারা পরমেশ্বরের অনুগ্রহ ও মনুষ্যসন্তানদের প্রতি র্তাহার আশ্চৰ্য্য কৰ্ম্ম প্রযুক্ত ৩২ তাহার প্রশ৭সা করুক ; এব০ লোকদের সমাজে র্তাহার প্রতিষ্ঠা করুক, ও প্রাচীনদের সভাতে র্তাহার ধন্যবাদ করুক । ৩৩ তিনি নদীকে প্রান্তর ও জলের উনুইকে শুস্কৃ ভূমি ৩৪ করেন ; এবং নিবাসিদের কদাচরণ প্রযুক্ত উৰ্ব্বর ভূমিকে ৩৫ লোণ করেন ; আর প্রান্তরকে জলাশয় ও মরুভূমিকে ৩৬ উনুই করেন ; এব° সেখানে ক্ষুধিত লোকদিগকে বাস করান ; তাহাতে তাহারণ লোকালয় প্রস্তুত ৩৭ করে, এব° ক্ষেত্রে বীজ বপন ও দ্রাক্ষালতা রোপণ ৩৮ করিয়া বহু ফল উৎপন্ন করে। তিনি তাহাদিগকে আশীৰ্ব্বাদ করেন, তাহাতে তাহার। বদ্ধিষ্ণু হয়, ও ৩১ তাহণদের পশুগণ অনেক হয়। পরে তাহারণ উপদ্রব ও বিপদ ও শোকদ্বারা দীনহীন ও অধঃপতিত হয়। a s তিনি প্রধান লোকদিগকে অবজ্ঞাতে মগ্ন করিয়া পথ৪১ হীন মরু স্থানে ভুমণ করান। তিনি দরিদ্রদিগকে দুঃখহইতে উচ্চ পদে আনেন, ও পালের ন্যায় তাহণদের ৪২ পরিজন বৃদ্ধি করেন। তাহ দেখিয়া সাধু লোকেরা আনন্দিত হয়, ও তাবৎ দুষ্টতা আপন যুথ রোধ ৪৩ করে। যে কেহ জ্ঞানী সে এই সকল বিবেচনা করিয়া পরমেশ্বরের অনুগ্রহ বুঝিবে। {53