পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o. দারদের গীত । [১০ গীত । o করিব। অন্যজাতীয় লোকেরা আপনাদের খোদিত থাতেতেই আপনার ডুবিয়াছে, ও গোপনে বিস্তারিত আপনাদের জালেতেই আপনার বদ্ধচরণ হইয়াছে। পরমেশ্বর আপনাকে প্রকাশ করিয়া বিচার করিয়াছেন, এবণ দুর্জন স্বহস্তের কৰ্ম্মৰ্দ্ধারণ ধরা পড়িয়াছে। হিগায়োন। সেলা। দুষ্ট লোকেরা ও ঈশ্বরবিদ্যুত অন্যজাতীয় সকলে নরকে নিক্ষিপ্ত হইবে। কেননা দরিদুগণ সৰ্ব্বদা তাহার বিস্মরণের পাত্ৰ থাকিবে না ; এব^ দুঃখিগণের অণশ সদাকালের নিমিত্তে বিনষ্ট > Q o & > R سيا لا থাকিবে তাহী নহে। হে পরমেশ্বর, উঠ ; মর্ত্যকে ১৯ প্রবল হইতে দিও না, তোমার সাক্ষাতে অন্যজাতীয় দের বিচার করিতে আজ্ঞা হউক। হে পরমেশ্বর, তা- ২৪ হাদের মনেতে ভয় জন্মণও ; অন্যজাতীয়ের মর্ত্যমাত্র, ইহা তাহারা জ্ঞাত হউক। ১০ গীত । ১ পাপি লোকদের বিষয়ে দায়ুদের খেদ করণ, ১২ ও ঈশ্বরের কাছে তাহাদের হইতে রক্ষার প্রার্থনা করণ । হে পরমেশ্বর, তুমি কেন দূরে দাড়াইয়া থাক ? দুৰ্দ্দ শার সময়ে কেন চক্ষু মুদ্রিত কর দুষ্ট লোকের গৰ্ব্বপ্রযুক্ত দুঃখিগণ দগ্ধ হয়, ও তাহার কল্পিত ছলে স্কৃত হয়। দুষ্ট লোক আপন মনোরথ বিষয়ে দৰ্প করে, এব০ লোভী ধন্যবাদ করিতে ২ পরমেশ্বরকে অবজ্ঞা করে। দুষ্ট লোক অহঙ্কার প্রযুক্ত ঈশ্বরের অন্বেষণ করে না, এব০ ঈশ্বর নাই, এই তাহার সমস্ত চিন্তার সার। তাহার সমস্ত গতিতে সৰ্ব্বদা সৌভাগ্য হয় ; তোমার দণ্ডাজ্ঞী উচ্চ, ও তাহার দৃষ্টির বহির্ভূত; সে তাবৎ শত্রুর প্রতি ফুৎকার করে ; এবং মনে ২ কহে 10